ইভিএম নিউজ ব্যুরো, ২২ ফেব্রুয়ারিঃ ২০২১ সালে দক্ষিণআফ্রিকা সফরে গিয়ে সেঞ্চুরিয়ান টেস্টে ব্যাট থেকে এসেছিলো শতরান। রান সংখ্যা ছিল ১২৩। বিগত দুবছরে এটাই ছিল অফ- ফর্মে থাকা কে এল রাহুলের সর্বোচ্চ রান। এরপর থেকেই শুরু রানের খরা। সাদা বলের ক্রিকেটে শেষ ১০ টি ইনিংসে তার মোট রানের সংখ্যা মাত্র ৩০। গত এক বছরের পরিসংখ্যান অনুযায়ী কে এল রাহুলের রানের গড় ভারতীয় বোলার আর অশ্বিন এবং মহম্মদ সামির থেকেও খারাপ। ওপেনার হিসেবে যা যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট দলের কাছে । প্রাক্তনিদের সমালোচনার কেন্দ্রবিন্দু এখন কে এল রাহুলই।
তবুও কে এল রাহুলের ফর্মে ফেরা নিয়ে যথেষ্ট আশাবাদী ভারতীয় জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় । নিজের খেলোয়াড় জীবনে বহু চড়াই-উৎরাই পেরিয়ে আসা অভিজ্ঞ দ্রাবিড়ের কথায়, শেষ কয়েকটি ইনিংসে রাহুল ব্যর্থ হলেও অতীতে বিদেশের মাটিতে তার যে পারফর্মেন্স রয়েছে , তাতে খুব শীঘ্রই রাহুল ফর্মে ফিরবে বলে আশা ভারতীয় কোচের। তাঁর মতে ,আসন্ন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই রাহুলকে স্বমহিমায় ফিরতে দেখা যেতে পারে।
এই দিকে ইন্দোর টেস্টের আগে কে এল রাহুল নিজেও ঘুরে দাঁড়াবার মরিয়া চেষ্টা চালাচ্ছেন। সম্প্রতি ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা এস জি-র শেয়ার করা ছবিতে তাঁকে নতুন ব্যাট হাতে দেখা গিয়েছে। এতো বিতর্কের মাঝেও রাহুল নিজেকে নিশ্চুপ রেখে এটাই বোঝাতে চাইছেন যে ,সমস্ত প্রশ্নের জবাব তিনি বাইশ গজেই দিতে চান।