নিজস্ব সংবাদদাতা, নদিয়া: প্রজাতন্ত্র দিবসের সকালে ভয়াবহ পথদুর্ঘটনা। দুর্ঘটনায় এক আটাকলের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। বছর পঞ্চাশের ওই মৃত শ্রমিকের নাম দুলাল সরকার। কারখানা কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে , গত তিনমাস যাবৎ ওই আটাকলে শ্রমিকের কাজ করছিলেন মৃত দুলাল সরকার। বৃহস্পতিবার সাতসকালে এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আর পাঁচটা কাজের দিনের মতোই, বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসের সকালে নিজের সাইকেলে চড়ে শান্তিপুর বাইপাসের ধারের ওই আটাকলে কাজ করতে যাচ্ছিলেন দুলাল সরকার। রাস্তা পেরিয়ে উল্টোদিকের কর্মস্থলে যাওয়ার সময় আচমকাই উল্টোদিক থেকে প্রবল গতিতে আসা একটি লরি, ওই ব্যক্তিকে পিষে দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন সেই ভয়াবহ ঘটনা দেখে চিৎকার চেঁচামেচি করলে, কারখানা থেকে অন্যান্য শ্রমিকরা ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়। এলাকার মানুষের সূত্রে জানা গিয়েছে , মৃত দুলাল সরকারের পরিবারে স্ত্রী এবং দুই মেয়ে রয়েছে। রয়েছেন তাঁর বৃদ্ধ বাবা বটকৃষ্ণ সরকার। অত্যন্ত অভাবের সংসারে মৃত দুলাল সরকারই ছিলেন একমাত্র রোজগেরে। এহেন মানুষটির মৃত্যুতে, পরিবারের কী হবে, সেটাই প্রতিবেশীদের সবচেয়ে বড় উদ্বেগের কারণ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে কারখানার বাইরে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতক লরিটির হদিস পেতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।