ব্যুরো নিউজ, ৭ সেপ্টেম্বর: রুবিয়ালেসের বিরুদ্ধে আইনি অভিযোগ হারমোসোর।
মহিলা বিশ্বকাপ ফাইনালে অপ্রীতিকর চুম্বনের জন্য স্প্যানিশ ফুটবল ফেডারশনের সভাপতি রুবিয়ালেসের বিরুদ্ধে আইনি অভিযোগ। অভিযোগ দায়ের করলেন ফুটবলার হারমোসো। তাঁর অভিযোগ অনুযায়ী চুম্বনটি সম্মতি ছাড়া হলেও, রুবিয়ালেসের বক্তব্য অনুযায়ী সেটা সম্মতিতেই হয়েছিল। তবে, ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ‘ফিফা’-র আইন মোতাবেক এটা অবশ্যই নীতিবিরুদ্ধ হওয়ায় সাসপেন্ডের খাঁড়া ঝুলছে ৪৬ বছরের রুবিয়ালেসের ওপর। ইভিএম নিউজ