ভারত জোড়ো যাত্ৰায় তাল কাটল । এই কর্মসূচি চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো  কংগ্রেসের সাংসদ সন্তোখ সিং চৌধুরী। গতবছর ৭ সেপ্টেম্বর থেকে চালু হয়েছিল রাহুল গান্ধীর ভারত জোড়ো  যাত্ৰা। রাহুল গান্ধীর সঙ্গেই  যাত্ৰায় সামিল হয়েছিলেন সন্তোখ  সিং চৌধুরী। পঞ্জাবের ফিল্লাউরে হাঁটার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি কংগ্রেসের কর্মীরা লুধিয়ানার ফাগুয়ারার  ভির্ক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আচমকাই ঘটে যাওয়া মৃত্যু সংবাদে শোকার্ত কংগ্রেসকর্মীরা। এদিকে মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগৱন্ত মান। তিনি বলেন, ওঁর অকাল মৃত্যুতে শোকাহত কংগ্রেস পরিবার। তাঁর  আত্মার শান্তি কামনা করেন তিনি। লোকসভার  স্পিকার ওম বিড়লা সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ করেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর