ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর: রাহুলের বিদেশ সফর
৫ রাজ্যের নির্বাচনের ফলাফল বেরোনোর পর বিদেশ সফরে পাড়ি দিচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগামী ৩ ডিসেম্বর রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, তেলেঙ্গানা ও মিজোরাম এই ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর কথা। আর এর পরেই আগামী ৮ ডিসেম্বর বিদেশ পাড়ি দিচ্ছেন রাহুল। ফিরবেন ১৫ ডিসেম্বর।
শাহকে চিঠি সায়নীর | কী লিখলেন যুব নেত্রী?
মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, থাইল্যান্ড সফর সেরে তিনি ভারতে ফিরেই ঝাঁপিয়ে পরবেন লোকসভা নির্বাচনীর প্রচারে। জানা গিয়েছে, তাঁর সফর শুরুর আগেই ৫ রাজ্যের সরকারের শপথ গ্রহন শেষ হবে।
প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করার পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সাথে কথা বলবেন সোনিয়া পুত্র। ফেরার পথে ব্রুনেইয়ের রাজার সঙ্গেও তাঁর দেখা হওয়ার কথা। ইভিএম নিউজ