ইভিএম নিউজ ব্যুরো, ২০ জুলাইঃ (Latest News) দীর্ঘ দিন ধরে রাস্তা বেহাল । বর্ষা এলে রাস্তা হয়ে উঠে মরনফাঁদ। রাস্তা সংস্কারের দাবিতে খাতড়া-আড়কামা রাস্তার ওপর মুড়াগ্রামে সকাল থেকেই পথ অবরোধ সামিল হন গ্রামবাসীরা। গ্রাম বাসীরা বলেন একাধিক বার প্রশাসনিক দপ্তরে জানানো হয়েছে কিন্তু মেলেনি সুরাহা। প্রায় ১৩ কিলোমিটার রাস্তার পিচ উঠে গিয়ে বেরিয়ে এসেছে কঙ্কাল সার চেহারা। প্রতিনিয়ত ঘটে চলেছে দূর্ঘটনা।অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খাতড়া থানার আইসি ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। তাঁদের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। স্বাভাবিক হয় যানচলাচল।(EVM News)

 
				 
								 
								 
								 
								















