ইভিএম নিউজ ব্যুরোঃ ইউক্রেন সেনার কাছে তাঁর পরিচিতি রাশিয়ার কষাই নামে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইজারাইয়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন রিপোর্ট অনুসারে, সিরিয়ায় বাশার আসাদ সরকারের হয়ে ভাড়াটে সেনাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করেছেন তিনি। অন্তত শ’খানেক আইএস জঙ্গি এবং সিরিয়ার সরকার বিরোধী বিপ্লবীদের নৃশংসভাবে হত্যা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।নাম ইগর মাঙ্গুশেভ। রুশ সেনাবাহিনির একজন কমান্ডো। তবে সাধারণ কমান্ডো নন। হরদমই ক্রেমলিনে তার দাক পড়ে।

সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গেই ভয়ঙ্কর কেজিবি জমানারও পতন ঘটে। কিন্তু রাশিয়ার গোয়েন্দা বিভাগ নতুন করে গড়ে তোলা হয়। এবং রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যিনি এককালে কেজিবি-র প্রধান ছিলেন, ক্রেমলিনে ক্ষমতায় আসার পর থেকেই তার লক্ষ্য ছিল কীভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়ার প্রভাব অক্ষুণ্ণ রাখা যায়। এই লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশে ঘাপটি মেরে থাকা কেজিবির গুপ্তচরদের ফের এক ছাতার তলায় আনার কাজ শুরু করেন। এইসময় সিরিয়া সহ রাশিয়াআর বিভিন্ন বন্ধু দেশের সরকারের হাত শক্ত করার জন্য সেইসব দেশে রুশপন্থী ভাড়াটে সেনার বাহিনী তৈরি করেন। সিরিয়া সহ অন্তত তিনটি দেশে এই ভাড়াটে সেনাদের মধ্যে সমন্বয় সাধনের কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছেন এই ইগর মাঙ্গুশেভ। পুরো নাম ইগর লিওনিদোভিচ মাঙ্গুশেভ।নিজে একটি রাজনৈতিক দল তৈরি করেছিলেন।

সেই রাজনৈতিক দলের কাজ ছিল রাশিয়ায়া যত  বেআইনি অনুপ্রবেশকারী আছে, গোপনে তাদের খুঁজে বার করে রুশ পুলিশের হাতে তুলে দেওয়া। এরপর তাদেরকে জামিনে ছাড়িয়ে এনে তাদেরকে জোড় করে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে শত্রু দেশে পাঠানো। এইভাবেই ইউক্রেনের পূর্বাংশে লোহাস্ক ও ডোনেস্ক অঞ্চলে বিচ্ছিনতাবাদি আন্দলনে মদত জোগানো হয়েছে দিনের পর দিন। এমনকি একটা সময় একটি নাইট ক্লাবে দাঁড়িয়ে এক ইউক্রেনীয় সৈন্যের কাটা মুণ্ডু হাতে নিয়ে ছবিও তুলেছিলেন তিনি।সেহান মাঙ্গুশেভের মৃত্যু হয়েছে রহস্যজনকভাবে। ৯এমএম পিস্তল দিয়ে তাকে মাথার পিছনে গুলি করে হত্যা করা হয়েছে। মাঙ্গুশেভের স্ত্রী তাতিয়ানার অভিযোগ, মাঙ্গুশেভকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর