ইভিএম নিউজ ব্যুরো, ৩০ মার্চঃ একদিকে বাসন্তী পুজোর মহানবমী। অন্যদিকে রামনবমী। আর এই রামনবমীর দিনে নন্দীগ্রামে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে হয়েছে জানকীনাথ মন্দির। এটিই নন্দীগ্রামের প্রাচীনতম রামমন্দির। রাজ্যের মধ্যেও প্রাচীন। সেই মন্দিরে সদলবলে হাজির হলেন নন্দীগ্রামের বিধায়ক। বিরাট এক শোভাযাত্রার নেতৃত্ব দিলেন তিনি । আর নন্দীগ্রামের মানুষও পথে নামলেন। যোগ দিলেন সেই শোভাযাত্রায়। ধূমধাম করেই পুজোর আয়োজন হয়েছে জানকীনাথ মন্দিরে। শুভেন্দু আধিকারী এলেন, ঢল নামলো মানুষের। বৃদ্ধ-বৃদ্ধারা পর্যন্ত তাঁর পা ছুঁয়ে প্রনাম করতে ব্যাকুল। স্পষ্টত একটু অস্বস্থিতে পড়লেন শুভেন্দু। চতুর্দিক তখন মুখরিত হয় শ্রীরাম ধ্বনিতে।
তবে জায়গাটার নাম নন্দীগ্রাম। জমি আন্দোলনের এক মাইলস্টোন । আর সেখানে এসেছেন শুভেন্দু অধিকারী। তাই রাজনীতি দূরে থাকতে পারেনা, রইলনা। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ‘ভাইপো’ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন শুভেন্দু। কটাক্ষ করলেন নব্য তৃণমূলকে।
কুন্তল ঘোষ অভিযোগ করেছেন,চাকরি দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধায়ের নাম জড়ানোর জন্য তাঁকে চাপ দিচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এদিন নন্দীগ্রামে উপস্থিত সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বোমা ফাটালেন বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, অনেক প্রমাণই আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তদন্তে আয়তায় আনা হচ্ছেনা । অথচ তথ্য প্রমাণ আছে।
বিস্ফোরক অভিযোগ সরাসরি ইডি সিবিইয়ের সবালচনায় রাজনৈতিক তাৎপর্য মারত্বক। রাজ্যের বাম এবং কংগ্রেসের মতো বিরোধীরা বারেবারেই মোদী দিদির সেটিংএর অভিযোগ আনেন।