নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে অস্ত্রের ঝনঝনানি। জেলায় জেলায় বাড়ছে বোমা বন্দুক নিয়ে সংঘর্ষ। চলছে বিরোধী নেতাকর্মীদের উপর আক্রমণের ঘটনা। দিকে দিকে চলছে বোমা আর অস্ত্র উদ্ধার। কখনো রাস্তার পাশে পড়ে থাকা সেই বোমাকে বল ভেবে খেলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে শিশুরা। এখন আবার শাসকদলের নেতাদের বাড়ি বা সংলগ্ন এলাকা থেকেই উদ্ধার হচ্ছে কারিকারি বোমা। এবার এমনই এক বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হলেন এক গৃহবধূ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নদীয়ার ধুবুলিয়া থানার বেলপুকুর গ্রামে। আহত গৃহবধুর নাম অর্পনা ঘোষ। পুলিশ ও স্থানীয়সূত্রে খবর, বুধবার রাতে ওই গৃহবধূ তাঁর স্বামীকে খেতে দেওয়ার জন্য রান্নাঘরে যায়। রান্নাঘরের জানালার পাশেই রাখা ছিল একটি চট। গৃহবধূ সেই চট সরাতেই আচমকা ঘটে বিস্ফোরণ। বিকট আওয়াজ শুনে ওই গৃহবধূ স্বামী ছুটে রান্না ঘরে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন তাঁর স্ত্রী। ওই অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে ধুবুলিয়া হাসপাতালে নিয়ে যান, অপর্ণার স্বামী। কিন্তু পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায়, ওই গৃহবধূকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি বোমার আঘাতে গৃহবধূ অপর্ণা ঘোষের হাতের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত হয়ে যায়। যদিও ঘরের ভিতরে কীভাবে বোমা এল, তা কিছুতেই বুঝতে পারছেন না, আহত ওই গৃহবধূর পরিবারের লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ। নদীয়া পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে অস্ত্রের ঝনঝনানি। জেলায় জেলায় বাড়ছে বোমা বন্দুক নিয়ে সংঘর্ষ। চলছে বিরোধী নেতাকর্মীদের উপর আক্রমণের ঘটনা। দিকে দিকে চলছে বোমা আর অস্ত্র উদ্ধার। কখনো রাস্তার পাশে পড়ে থাকা সেই বোমাকে বল ভেবে খেলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে শিশুরা। এখন আবার শাসকদলের নেতাদের বাড়ি বা সংলগ্ন এলাকা থেকেই উদ্ধার হচ্ছে কারিকারি বোমা। এবার এমনই এক বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হলেন এক গৃহবধূ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল নদীয়ার ধুবুলিয়া থানার বেলপুকুর গ্রামে। আহত গৃহবধুর নাম অর্পনা ঘোষ। পুলিশ ও স্থানীয়সূত্রে খবর, বুধবার রাতে ওই গৃহবধূ তাঁর স্বামীকে খেতে দেওয়ার জন্য রান্নাঘরে যায়। রান্নাঘরের জানালার পাশেই রাখা ছিল একটি চট। গৃহবধূ সেই চট সরাতেই আচমকা ঘটে বিস্ফোরণ। বিকট আওয়াজ শুনে ওই গৃহবধূ স্বামী ছুটে রান্না ঘরে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন তাঁর স্ত্রী। ওই অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে ধুবুলিয়া হাসপাতালে নিয়ে যান, অপর্ণার স্বামী। কিন্তু পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায়, ওই গৃহবধূকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বোমার আঘাতে গৃহবধূ অপর্ণা ঘোষের হাতের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত হয়ে যায়। যদিও ঘরের ভিতরে কীভাবে বোমা এল ? তা কিছুতেই বুঝতে পারছেন না। আহত ওই গৃহবধূর পরিবারের লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ।
