কথা ছিল পঞ্চায়েতের আগেই মিলবে নাকি মাছ, মাংস ও ফল । অবশেষে  পড়ুয়াদের পাতে  জুটেছিল ‘মরা সাপ ও টিকটিকি !’ এ যেন কেবলই দুর্নীতির পাহাড়। আজ এই দুর্নীতি তো কাল সেই দুর্নীতি।
আবাস দুর্নীতির পর এবার স্কুলের বাচ্চাদের মিড ডে মিলে দুর্নীতি। আর সেই দুর্নীতির তদন্তে রাজ্যে ফের কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে । আগামী ৩০ জানুয়ারি মিড-ডে মিল তদন্তে আসছে কেন্দ্রীয় দল। প্রধানত , কেন্দ্রীয় ও রাজ্যের প্রতিনিধিদের নিয়ে যে জয়েন্ট রিভিউ কমিটি তৈরি হয়েছে তারই অঙ্গ হিসেবে এই পরিদর্শনে আসছে কেন্দ্রীয় দল। এই কর্মসূচি চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সূত্রের খবর , প্রত্যেকটি জেলায় দলের সদস্যরা পরিদর্শন করবেন। গত সোমবার ভার্চুয়ালি বৈঠকের ডাক দেয় স্কুল শিক্ষা দফতর। বৈঠকে উপস্থিত ছিলেন, রাজ্যের স্কুল শিক্ষা দফতরের আধিকারিক সহ জেলার প্রত্যেকটি মিড-ডে মিলের আধিকারিকরা এবং জেলাশাসকদের প্রতিনিধিরা। মিড-ডে মিলের খাবারের গুণগত মানসহ একাধিক বিষয় নিয়ে কেন্দ্রকে  চিঠি পাঠান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে মিড -ডে মিল সংক্রান্ত সব রকমের সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মিড ডে মিলের জন্য ব্যবহৃত সামগ্রী কোথা থেকেই বা আসছে,  কি কি উপায় খাদ্য দ্রব্যগুলো স্কুলগুলিকে সরবরাহ করা হচ্ছে সবকিছু খতিয়ে দেখবে কেন্দ্রীয় দল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর