ইভিএম নিউজ ব্যুরো, ১০ ফেব্রুয়ারিঃ বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের মধ্যে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের ছায়া দেখতে না পেয়ে, খাস বিধানসভাতেই তুমুল বিক্ষোভে ফেটে পড়ল, বিজেপির পরিষদীয় দল। বৃহস্পতিবা রাজ্যবিধানসভায় শুরু হল বাজেট অধিবেশন৷ আর সেদিনই রাজ্যসরকারের লিখে দেওয়া বাজেট বক্তৃতা হুবহু পড়ার অভিযোগে, রাজ্যপালের সিভি আনন্দ বোসের বক্তৃতা চলাকালীন তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপির পরিষদীয় দলের সদস্যরা। বিজেপি বিধায়কদের অভিযোগ, সাংবিধানিক অধিকার প্রয়োগ করে রাজ্যপালের মুখ থেকে রাজ্যের সরকারের কোনও সমালোচনা শুনতে পাওয়া যায়নি৷
প্রসঙ্গত, আগের বছরগুলিতে বাজেট বক্তৃতা দিতে গিয়ে, প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় লিখিত ভাষণ পাঠ করার পাশাপাশি, রাজ্যের সরকার ও প্রশাসনের সমালোচনা করতেন৷ এমনকী বক্তৃতার শেষে প্রতিবারই সাংবাদিক বৈঠক ডেকে রাজ্য সরকারের সমালোচনা করতেন ধনখড়। গতবছর প্রথমে সেই লিখে দেওয়া বাজেট বক্তৃতা পাঠ করতে অস্বীকার করলেও, পরে সেই ভাষণ পাঠ করেন জগদীপ ধনখড়। কিন্তু ভাষণের শুরুতেই রাজ্যসরকারের একাধিক কর্মকাণ্ডের অসঙ্গতির কথা বলতেই, রে রে করে ওঠে ট্রেজারি বেঞ্চ। উদ্ভূত সেই পরিস্থিতিতে ভাষণ পাঠ না করেই বিধানসভা ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হন প্রাক্তন রাজ্যপাল। সেসময় সাংবিধানিক অচলাবস্থার যুক্তি দিয়ে প্রাক্তন রাজ্যপালের পথ আটকে হারিয়ে পড়েন, তৃণমূল সরকারের কয়েকজন মহিলা বিধায়ক আর মন্ত্রী। শেষপর্যন্ত স্পিকারের অনুরোধে, সরকারি লিখে দেওয়া সেই ভাষণের প্রথম আর শেষ অংশটুকু পড়েই বিধানসভা থেকে বিদায় নেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়।
বছর ঘুরে ফের নতুন একটা রাজ্য বাজেট পেশের সময়, রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি যেন ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। বিজেপি পরিষদীয় দলের অভিযোগ,  নতুন রাজ্যপাল প্রাক্তনের সেই পথে না হেঁটে, চিরাচরিতভাবে ও নিয়মতান্ত্রিক কায়দায় লিখিত ভাষণটুকুই পাঠ করেছেন৷ রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম বিবাদে জড়াতেও চাননি।
এদিন রাজ্যপাল তাঁর বাজেট বক্তৃতার ৯ নম্বর পাতায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বক্তব্য পাঠ করার সময়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ ওই অংশে লেখা ছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোভাবেই সামাল দিচ্ছে রাজ্যসরকার ও প্রশাসন৷ এই ব্যাপারে রাজ্যসরকারের প্রশংসা করতেও দেখা যায় রাজ্যপালকে৷
আর এরপরেই শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ বিক্ষোভের মাঝেই শোনা যায়, ‘জয় শ্রীরাম’ স্লোগান। রাজ্যপাল অবশ্য বিরোধী বিধায়কদের সেই বিক্ষোভকে উপেক্ষা করেই তাঁর ভাষণ চালিয়ে যান। এর প্রতিবাদে শেষপর্যন্ত অধিবেশন কক্ষ ছেড়ে ওয়াকআউট করে বিজেপি।
রাজ্যবিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্যপালকে দিয়ে জোর করে শাসকদল এই ভাষণ পাঠ করিয়েছে। অন্যদিকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিজেপির বিধায়কদের আচরণ থেকেই তাঁদের দলের রাজনৈতিক সংস্কৃতি কেমন, তা বোঝা যায়৷

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর