ইভিএম নিউজ ব্যুরো: রবিশঙ্কর, এ আর রেহমানের পর, এবার রিকি কেজ। তৃতীয়বার গ্র্যামি পুরস্কার ঘরে আনলেন ভারতীয় কম্পোজার রিকি কেজ। অবশ্য রিকি-র এটা তৃতীয়বার গ্র্যামি জয়। নিজের সম্প্রতিক অ্যালবাম ডিভাইন টাইমসের জন্য বিশ্বের অন্যতম সেরা এই সংগীত পুরস্কার জিতে নিলেন, বেঙ্গালুরুর এই সুরকার। আন্তর্জাতিক এই খ্যাতি পাওয়ার আনন্দে, পুরস্কার হাতে নিজের একগুচ্ছ ছবি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন রিকি কেজ। সেখানে গলাবন্ধ কোট সহ সম্পূর্ণ ভারতীয় পোশাকে গ্র্যামির মঞ্চে দেখা যাচ্ছে রিকিকে। স্বাভাবিকভাবেই রবিশঙ্কর ও এ আর রেহমানের মতো রিকির এই গ্র্যামি অ্যাওয়ার্ড পাওয়ার ঘটনায়, রীতিমত উচ্ছ্বসিত ভারতীয় সংগীতের রসিক আর সমালোচক সমাজ।শুধু তাই নয়, রিকি দৃষ্টান্ত  স্থাপন করেছেন তিন তিনবার এই অ্যাওয়ার্ড পেয়ে।
পাশাপাশি, এবারের এই বাৎসরিক আন্তর্জাতিক সংগীত পুরস্কার পেয়ে, অন্য এক ইতিহাস সৃষ্টি করলেন প্রখ্যাত গায়িকা বিয়ন্সে। নিজের একক গানের সপ্তম অ্যালবাম ‘রেনেসঁ’-র জন্য এবার সেরার পুরস্কারটি জিতে নিলেন বিয়ন্সে। তবে সব মিলিয়ে ৩২ বার গ্র্যামি জিতে, নজিরবিহীন এক রেকর্ড করলেন এই গায়িকা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর