সুপার কাপের ফাইনালে আগামী রবিবার এল ক্লাসিকো। বৃহস্পতিবার সুপার কাপ সেমিফাইনালে বার্সেলোনা টাইব্রেকারে রিয়েল বেটিসকে হারিয়ে ফাইনালে ওঠে। এর আগে রিয়েল মাদ্রিদ টাইব্রেকারেই জিতে ফাইনালে উঠেছিল। বৃহস্পতিবারের ম্যাচে পোলিশ তারকা রবার্ট লেওয়েনডোস্কির গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর, বেটিসের পক্ষে গোলটি শোধ করে দেন নভিল ফেকির। নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফল ছিল ১-১। বার্সেলোনাকে অতিরিক্ত সময়ে ফের এগিয়ে দিয়েছিলেন আনসু ফাতি। কিন্তু হার না মানা মনোভাব নিয়ে সেই গোলও শোধ করে দেয় রিয়েল বেটিস। গোলটি করেন লরেন মোরোন। এরপর সরাসরি জয়ের সুযোগও হাতছাড়া করে বার্সেলোনা। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বেটিসের আন্দ্রে গুয়ার্দাদোকে। কিন্তু বিপক্ষ সংখ্যা তত্ত্বে পিছিয়ে পড়লেও লেওয়েনডোস্কিরা সেই সুযোগকে কাজে লাগাতে পারেননি। শেষপর্যন্ত টাইব্রেকারে রুদ্ধশ্বাস পরিস্থিতিতে ম্যাচ জিততে হয় বার্সেলোনাকে। বার্সেলোনার গোলের নিচে দুরন্ত প্রয়াসে গোলরক্ষক টেন স্টেগান বিপক্ষের জুয়ানমি ও উইলিয়াম কার্ভালহোর শট বাঁচিয়ে এ ম্যাচের নায়ক বনে যান। বার্সেলোনার কোচ হাভি হার্নান্দেজের সামনে এ মরশুমে চ্যালেঞ্জ। কারণ গত মরশুমে বার্সেলোনা কোনো ট্রফি ঘরে তুলতে পারেনি। তাই এবার তাদের সামনে পাখির চোখ এই সুপার কাপ।