ঘরের মাঠে লজ্জাজনক হার বাংলার। বত্রিশ বছর পর ইডেনে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হ ওয়ার সুযোগ এসেছিল বাংলার কাছে। কিন্তু সৌরাষ্ট্রর কাছে নয় উইকেটে হেরে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হ ওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল বাংলার। ইডেনে সৌরাষ্ট্র বাংলা কে একপেশে ম্যাচে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল। প্রথম ইনিংসে বাংলার সংগ্রহ মাত্র একশো চুয়াত্তর রান। জবাবে সৌরাষ্ট সংগ্রহ করে চারশো চার রান। দ্বিতীয় ইনিংসে বাংলার সংগ্রহ দুশো একচল্লিশ রান। লড়াই করলেন অধিনায়ক মনোজ তিওয়ারি ও শেষ দিকে ঈশান পোড়েলে। মনোজ করেন সাতষট্টি রান। শাহবাজ আউট হন সাতাশ রানে। শেষ দিকে ঈশান পোড়েলের লড়াই বাংলা কে ইনিংসে হারার লজ্জা থেকে বাঁচিয়ে দেন। সৌরাষ্টর হয়ে বল হাতে এক ই বাংলার ইনিংস শেষ করে দেন |

অধিনায়ক উনাদকট। তিনি একাই সংগ্রহ করেন ছয় উইকেট। ঈশান পোড়েল করেন বাইশ রান।‌ জয়ের জন্য প্রয়োজনীয় বারো রান সৌরাষ্ট্র সংগ্রহ করে নেয় এক উইকেট হারিয়ে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর