আই এস এল টুর্নামেন্টে এটিকে মোহনবাগান কে ফাইনালে তুলতে বিশাল ভূমিকা গোলরক্ষক বিশাল কাইথের। অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার পর ঘরের মাঠেও নির্ধারিত সময়ে ও অতিরিক্ত সময়ে হায়দরাবাদ এফ সি র বিরুদ্ধে অপরাজিত ছিলেন বাগান গোলরক্ষক। এরপর টাইব্রেকারে জেভিয়ার সিভেরিওর শট বাঁচানোর পাশাপাশি বহু ম্যাচে নিশ্চিত গোল বাঁচিয়েছেন বিশাল। চলতি আই এস এল টুর্নামেন্টে মোহনবাগান বারবার ই রক্ষা পেয়েছে বিশালের বিশ্বস্ত হাত। যার ফল হিসেবে লিগ সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভস পেয়েছেন। তবে ব্যক্তিগত সন্মান নয়, বিশালের টার্গেট চ্যাম্পিয়ন হয়ে সমর্থকদের খুশি করা। চলতি আই লিগে প্রীতম কোটালের মতো একুশ টি ম্যাচ গোলের নীচে দাঁড়িয়ে ছেন বিশাল। তাঁর আদর্শ গোলকিপার হলেন বেঙ্গালুরু এফ সি র গুরপ্রীত সিং। যিনি মুম্বাই সিটি এফ সি র বিরুদ্ধে টাইব্রেকারে দুটি শট বাঁচিয়ে বেঙ্গালুরু এফ সি কে ফাইনালে খেলার ছাড়পত্র এনে দিয়েছেন।
এবার ফাইনালে কাপ জয়ের লড়াই গুরপ্রীত ও বিশালের মধ্যে। দলকে ফাইনালে তুলে বিশাল বলেন, হিমাচল প্রদেশের মতো জায়গা থেকে উঠে এসে নিয়মিত সবুজ মেরুন জার্সি গায়ে একুশ ম্যাচে গোলের নীচে শুরু করাটা স্বপ্ন সফল করার মতো ব্যাপার। এটা সম্ভব হয়েছে কোচ, সতীর্থ, সমর্থকদের জন্য। একুশ ম্যাচে অনেক গোল বাঁচিয়েছেন। তবে তার মধ্যে সেরা সেভ হিসেবে হায়দরাবাদ এফ সি র বিরুদ্ধে প্রথম দফার সেমিফাইনালে কিয়ালেসির হেড পোস্টের কোন দিয়ে ঢোকার মুখে বের করাটাকেই এগিয়ে রাখছেন বিশাল । বাগান গোলরক্ষক বলেন, ওই বলটা তাঁকে বেশ ঝামেলায় ফেলেছিল। এখন দেখার সেমিফাইনালে হায়দরাবাদ এফ সি র বিরুদ্ধে করা পারফরম্যান্স ফাইনালে করে বিশাল মোহনবাগান কে আই এস এল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করতে পারেন কিনা।