Rajnath Singh on china

ইভিএম নিউজ ব্যুরোঃ দীর্ঘ বামশাসনে ত্রিপুরার মানুষকে কেবলই শোষণ পেয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে এসে মঙ্গলবার ত্রিপুরার ঊন্নাকোটি জেলার কালীসায়ারের এক সভায় এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর দাবি, ক্ষমতার পালাবদলের পর উন্নয়নের জোয়ারে ত্রিপুরার চেহারাটাই বদলে দিয়েছে বিজেপি। তাঁর সাফ বক্তব্য, অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে গোটা ত্রিপুরার সামগ্রিক উন্নতি সূচিত হয়েছে।

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “গোটা উত্তর পূর্বাঞ্চল সাক্ষী রয়েছে, কীভাবে ইন্টারনেটের সাহায্য নিয়ে এই অঞ্চলে ধারবাহিক উন্নয়ন চলছে, তার সাক্ষী দেশের গোটা উত্তরপূর্বাঞ্চল। বামপন্থীরা দাবি করে এসেছে যে তারা নাকি গরিব মানুষের উদ্ধারকর্তা। কিন্তু কার্যত তারা গরীব মানুষকে বছরের পর বছর ধরে শোষণ চালিয়েছে। আর বিজেপি ক্ষমতায় আসার পর এই অবস্থার পরিবর্তন হয়েছে। রাজ্যের চেহারাটাই বদলে গেছে। এ রাজ্যের মানুষ বিজেপিকে ‘জিরো’ থেকে ‘হিরো’ বানিয়েছে।”

উল্লেখ্য, দুদিনের নির্বাচনী সফরে ত্রিপুরা পৌঁছেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। এদিনের নির্বাচনী সভায় তিনি অভিযোগ করেন, ত্রিপুরার পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বামেরা প্রায় কিছুই করেনি। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। তিনি বলেন, “এখন বিদ্যুৎ, জলসংযোগ, সড়ক উন্নয়নের মতো বিষয়গুলো চোখে পড়ার মতো। ত্রিপুরার মানুষের জীবনের মানোন্নয়নের জন্য বিজেপি সরকার উন্নয়নে জোয়ার এনেছে।”

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর