বন্ধ

ব্যুরো নিউজ, ২৭ ডিসেম্বর: মুখ বন্ধ রাখতে অর্জুনকে নির্দেশ 

উঃ ২৪ পরগনায় দলীয় কাজিয়া থামাতে এবার সাংসদ অর্জুন সিং- কে মুখ বন্ধ রাখার নির্দেশ দিলো তৃনমূল নেতৃত্ব। বেশ কয়েক বছর ধরেই অর্জুন সিং- এর সঙ্গে জেলার তৃনমূল বিধায়ক সোমনাথ শ্যামের কাজিয়া এমন মাত্রায় পৌঁছায় যে শেষ পর্যন্ত সেখানে দল দু’ভাগে ভাঙার উপক্রম নেয়। অর্জুন ও শ্যাম শিবিরে অহিনকুল সম্পর্ক বেজায় বিরম্বনায় ফেলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়দের। শেষ পর্যন্ত অর্জুনকেই থামার নির্দেশ দিলো তৃণমূলের রাজ্য নেতৃত্ব। একই সঙ্গে বিরত থাকতে বলা হয়েছে সোমনাথ শ্যামকেও।

১ নয়, ২ নয়, ৩ | রাজ্যে বাড়ল আরও ৩টি ছুটি 

২১ শে নভেম্বর নিজের বাড়ির সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তৃনমূল নেতা ভিকি যাদবকে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় অর্জুন সিং- এর ভাইপোকে। এর পরেই তৃনমূল বিধায়ক সোমনাথ শ্যাম প্রকাশ্যে অর্জুন সিং- এর গ্রেফতারির দাবি জানায়। পাল্টা অর্জুন সিংও সোমনাথ শ্যামকে লোহা চোর ও খুনের আসামি বলে অভিযোগ করে। সোমনাথের বিরুদ্ধে দল কেন ব্যাবস্থা নিচ্ছে না সে প্রশ্নও তোলেন অর্জুন। অর্জুন বলেন, সোমনাথ শ্যাম প্রায় ২০ দিন ধরে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছে। অথচ দল কোন ডিসিপ্লিনারি একশন নিচ্ছে না। মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে এক সাংবাদিক সম্মেলনে অর্জুন বলেন, দল তাঁকে মুখ বন্ধ রাখতে বলেছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সী তাঁকে জানিয়েছেন, যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। ইভিএম নিউজ  

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর