ব্যুরো নিউজ, ২ জানুয়ারি: মিড ডে মিলে পুষ্টিতে টান
সম্প্রতি মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্র। কিন্তু তা এক টাকারও কম। প্রাথমিকে ৪৮ পয়সা বাড়িয়ে মাথা-পিছু দৈনিক ৫.৪৫ টাকা ধার্য করেছে মোদী সরকার। আপাতত যা বাজারদর, তাতে সপ্তাহে দু'দিন ডিম দিতে পারছে না কলকাতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। সপ্তাহে ন্যূনতম দু'দিনের বদলে একদিন ডিম দেওয়া শুরু হয়েছে প্রাথমিক স্কুলগুলিতে। ডিমের খামতি পূরণে দেওয়া হচ্ছে সয়াবিন।
তড়িঘড়ি কী কারণে মমতার বাড়িতে অভিষেক?
তবে সার্বিক ভাবেই মিড ডে মিলের বরাদ্দ নিয়ে স্কুলগুলি উদ্বিগ্ন। প্রাথমিক শিক্ষা সংসদ জানিয়েছে, সামান্য কেন্দ্রীয় বরাদ্দে অনেক চেষ্টা করেও খুদে পড়ুয়াদের মধ্যাহ্নভোজে একদিনের বেশি ডিম দেওয়া যাচ্ছে না। তবে রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরকে বলা হয়েছে, সরকারি মূল্যে ডিম মিললে তা একাধিক দিন দেওয়া যেতে পারে।