সঙ্কল্প দে, ২৩ মার্চঃ পড়ুয়াদের মুখে মিড ডে মিল তুলে দিতে ভ্যানে করে ৩০০ মিটার দূরে পাশের গ্ৰামে জল আনতে যেতে হচ্ছে স্কুলের শিক্ষকদের। কি অবাক হচ্ছেন? অবাক হলেও সত্যি যে!  এই ছবিই ধরা পড়েছে পাঁশকুড়া ব্লকের গোপীমোহনপুর প্রাথমিক বিদ্যালয় নামে স্কুলে। স্কুল সূত্রে জানা গিয়েছে, গ্রীষ্মের শুরু থেকেই স্কুলের টিউবওয়েল থেকে জল পড়া বন্ধ হয়ে গিয়েছে । তারপর থেকে বেশকিছু দিন স্কুলের শিক্ষকরা জল নিচ্ছিল স্কুল লাগোয়া একটি বাড়ি থেকে। কিন্তু কিছুদিন পর তারাও জল দিতে আর রাজি হয়নি।

এদিকে প্রসাশনের কড়া নির্দেশ, কোন ভাবেই বন্ধ করা যাবে না মিড ডে মিল পরিষেবা। তাই বাধ্য হয়েই  স্কুলের শিক্ষকরা একটি ভ্যান জোগাড় করে পাশের গ্ৰাম থেকে জল আনতে শুরু করেন।  প্রতিদিন স্কুলের ক্লাস শুরুর আগে অর্থাৎ প্রার্থনা শেষ হওয়ার পরেই শিক্ষক শিক্ষিকারা জলের ড্রাম ভ্যানে চাপিয়ে বেড়িয়ে পড়েন জল আনতে। সঙ্গ দেন মিড ডে মিলের রাঁধুনিরা।  বেশ কিছুদিন জল ভর্তি ভ্যান ঠেলতে দেখা গেছে পড়ুয়াদেরও।এই দৃশ্য স্কুলের উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আসতেই তাঁদের কড়া নির্দেশ, এভাবে বাচ্চাদের দিয়ে জল আনানো যাবে না। তারপর থেকেই সেই দায়িত্ব নেন শিক্ষক মশাইরা।

বর্তমানে স্কুলের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১১৯ জন।রয়েছেন ছ’জন শিক্ষক-শিক্ষিকাও। জল নিয়ে এলে তবেই শুরু হয় মিড ডে মিলের রান্না। রান্না থেকে শুরু করে বাসনপত্র ধোওয়া, সবকিছুর জন্যই প্রয়োজন জল।  স্কুলে এই  জলের হাহাকার দেখে অধিকাংশ অভিভাবকই  জল ভর্তি বোতল সঙ্গে দিয়ে পাঠান পড়ুয়াদের। এমনকি টিফিন বিরতিতেও কোন কোন অভিভাবককে পুনরায় জল দিয়ে যেতে দেখা যায়।

শিক্ষক মহাশয়দের কাজের প্রশংসা করলেও অভিভাবকদের অভিযোগ, জল আনতে বেশ খানিকটা সময় যায়। ফলে পঠন পাঠনে ঠিক ভাবে সময় দিতে পারেন না শিক্ষকরা। ফলে  ছেলে-মেয়েদের পড়াশুনোতে ঘাটতি রয়ে যাচ্ছে। তাদের দাবী, দ্রুত এই জল সমস্যার সমাধান হোক। এ নিয়ে গত ১৩ মার্চ পাঁশকুড়া ব্লকের বিডিও এবং পাঁশকুড়া ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শককে লিখিত অভিযোগ জানিয়েছেন গোপিমোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

এই বিষয়ে পাশকুড়া ব্লকের বিডিও ধেনধূপ ভুটিয়া  বলেছেন,”জলের সমস্যা রয়েছে সেটা জানি, তবে শিক্ষক মশাইরা যে ভ্যান হাতে নিয়ে জল আনছেন সেটা আমার জানা নেই।” স্কুল কর্তৃপক্ষের দাবী, দ্রুত  স্কুলে বসানো হোক একটি সাবমারসিবল পাম্প।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর