ইভিএম নিউজ ব্যুরো, ১৭ এপ্রিলঃ(Latest News) বাংলায় এক প্রচলিত প্রবাদ আছে, বাঘের বাচ্চা বাঘই হয়। যদিও সুদুর তামিলনাড়ুর মানুষজন এই প্রবাদ জানেন কিনা জানা নেই। তবে সেই প্রবাদ বাক্যকেই বাস্তবে প্রমাণ করে ছেড়েছেন এক তামিল কিশোর-বেদান্ত মাধবন। মালয়েশিয়ায় আন্তর্জাতিক বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় পাঁচ-পাঁচটি সোনা জিতে চমকে দিয়েছেন ১৭ বছর বয়সী বেদান্ত।

৫০ মিটার, ১০০ মিটার, ১০০ মিটার ৪০০ মিটার ও ১৫০০ মিটার সাঁতারে সোনা জিতেছেন ভারতের এই টিন এজ প্রতিভা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এই প্রতিযোগিতা হয়েছে। কে এই বেদান্ত মাধবন? তিনি বিখ্যাত তামিল অভিনেতা রঙ্গনাথন মাধবনের ছেলে। চ্যাম্পিয়ন বাবার চ্যাম্পিয়ন সন্তান। দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত সাঁতার কোচ মালোয়ালি প্রদীপ কুমারের ছাত্র বেদান্ত অনেক আগেই জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় ভালো ফল করে চমকে দিয়েছিল। তার পরবর্তী লক্ষ্য প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন পর্বে ভালো ফল করা। ছেলের সাফল্যে স্বভাবতই খুশি অভিনেতা মাধবন। তিনি বলেছেন, ছেলের এই সাফল্যে তিনি অত্যন্ত আনন্দিত।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর