মানিক ভট্টাচার্যের জমানায় উঠে এল আরও একটি চাঞ্চল্যকর তথ্য ! শিক্ষক নিয়োগ পদ্ধতিতে ঘটেছিল আর এক ম্যাজিক। অ্যাপটিটিউড পরীক্ষা না নিয়েই ‘ফুল মার্কস’ সকল পরীক্ষার্থীর খাতায় ! ৬ জন পরীক্ষার্থীর বয়ান অনুযায়ী ,বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন , ২০১৬ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনও অ্যাপটিটিউড টেস্ট হয়নি । ফলে ৭ দিনের মধ্যে হলফনামা তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রশ্ন উঠেছে অ্যাপটিটিউড টেস্ট না হলে পরীক্ষার্থীরা নম্বর পেলেন কী ভাবে? হলফনামায় জানতে চাইল মহামান্য আদালত। অর্থাৎ ফের একবার অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
নিয়োগে অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই ২০১৬ সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে! যা বড়মাপের দুর্নীতি বলে মনে করা হচ্ছে । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ২৪ জানুয়ারির মধ্যে পর্ষদ সভাপতিকে জানাতে হবে ওই নিয়োগ প্রক্রিয়ায় অ্যাপটিটিউড টেস্ট আদৌ হয়েছিল কি না। পাশাপাশি হলফনামা দিয়ে জানাতে হবে চলতি বছরে কী পদ্ধতিতে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে ।
