মহিলা প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ।ফাইনালে দুই প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। এই প্রিমিয়ার লিগ -এ মোট পুরস্কার অর্থ ১০ কোটি টাকা। সূত্রের খবর  এই টুর্নামেন্টের বিজয়ী দল ৬ কোটি টাকা পাবে,অর্থাৎ দিল্লি এবং মুম্বাইয়ের মধ্যে যে দল জয়ী হবে সেই দলের হাতে তুলে দেওয়া হবে ৬ কোটি টাকা। অন্যদিকে টুর্নামেন্টের রানার্স দল তিন কোটি টাকা পাবে। তৃতীয় স্থানে থাকা ইউপি ওয়ারিস এক কোটি টাকা পাবে।

৪ মার্চ ২০২৩ থেকে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। প্রথম থেকে গ্রুপ পর্যায়ে পয়েন্ট টেবিলের প্রথম সারিতে নাম ছিল দিল্লি ক্যাপিটালস-এর। পাঁচ দলের মধ্যে আয়োজিত এই টুর্নামেন্টে গ্রুপ টপার হওয়ার কারণে তারা সরাসরি ফাইনালে পৌঁছে গিয়েছিলো। আর দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বাই তৃতীয় স্থানে ইউপি ওয়ারিয়সের।মুম্বাই ইন্ডিয়ান্সকে এর পর ইউপি ওয়ারিয়সের বিরুদ্ধে এলিমেন্ট ম্যাচ খেলতে হয়েছিল। সেই ম্যাচে  ৭২ রানে জয়লাভ করে মুম্বাই সোজা জায়গা করে নিয়েছে ফাইনালে।  গ্রুপ রাউন্ড ম্যাচে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স দুই দল  ১২ পয়েন্ট করে অর্জন করেছিল। দুই দলই ৬টি করে ম্যাচে জয় লাভ করেছে।

মুম্বাই ইন্ডিয়ান্স-এর হয়ে মাঠে নামছেন হিদার গ্রাহাম, হুমাইরা কাজী,ইসসি ওং, জিস্টিমনি কলিতা,হেইলি ম্যাথুস,হরমনপ্রীত কৌর, ধারা গুজ্জব,সাইকা ইসহাক, সোনাম যাদব, আমনজোত কৌর,অ্যামেলিয়া কের,নাটালি, নীলম বিস্ত,পুজা বস্ত্রকার, ক্লো লেসলে ট্রিয়ন,যস্তিকা ভাটিয়া।  অন্যদিকে দিল্লি ক্যাপিটালস-এর হয়ে  মাঠে নামছেন তিতাস সাধু,এলিস ক্যাপসি,জেস জোনাসেন,শেফালি ভারমা,পুনম যাদব, তারা নরিস, স্নেহা দীপ্তি, জাসিয়া আক্তার, জেমাইমা রড্রিগস,লরা হ্যারিস,মেগ   ল্যানিং, অরুন্ধতী রেড্ডি,মারিজান কাপ, মিন্নু মণি,  রাধা যাদব, শিখা পাণ্ডে। রবিবার সন্ধ্যে সাতটায় ফাইনাল ম্যাচ শুরু হবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর