মহারাষ্ট্রের নাসিকের মেহেন্দি গ্রামের বাসিন্দা গণেশ সুখদেব গীত ছিলেন এসপিজি কমান্ডো।প্রধানমন্ত্রী নরেদ্র মোদীর দেহরক্ষার দায়িতে নিযুক্ত ছিলেন তিনি।
গণেশের পরিবারের সূত্রে জানা গিয়েছে ২৪ ফেব্রুয়ারি ছুটি নিয়ে বাড়ি আসেন গণেশ। গত বৃহস্পতিবার ছুটিতে থাকা কালীন তিনি তার স্ত্রী, ৭ মাসের মেয়ে ও ১৮ মাসের ছেলেকে সিরদি সাইবাবার মন্দির দর্শন করতে যান। সেখান থেকে বাড়ি ফেরার সময় মর্মান্তিক ঘটনার কবলে পড়েন গণেশ ।
পুলিশ সূত্রে খবর বাইক চালিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে বাড়ি ফিরছিলেন আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে খালে পড়ে যান তিনি।প্রত্যক্ষদর্শীদের দাবি বাইকের ট্যাঙ্কার এর ওপর সাত বছরের মেয়েকে বসিয়েছিলেন এসপিজি কমান্ডো। কিন্তু হঠাৎ করে বাইকের হ্যান্ডেলে মেয়ের পা জড়িয়ে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা বাঁচানোর জন্য ছুটে আসেন এবং এসে দেখেন গণেশ তার স্ত্রী ও সন্তানকে জল থেকে উদ্ধার করে ডাঙায় তুলছেন। কিন্তু শেষ পর্যন্ত নিজেকে জল থেকে উদ্ধার করতে পারেননি এসপিজি কমান্ডো। প্রশাসনের সূত্রে খবর ২১ ঘণ্টা তল্লাশি চালানোর পর খাল থেকে উদ্ধার হয় গণেশের নিথর দেহ। উদ্ধার কাজের সময় আগা গোড়া ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা মালেগাওয়ের শিব সেনা বিধায়ক দাদা ভুসে।
2011 তে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিআইএসএফ এ যোগ দেন গণেশ। সেখান থেকে স্পেশাল প্রোটেকশন গ্রুপে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকেন এই এসপিজি কমান্ডোরা।