পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে দিকে দিকে অস্ত্র-শস্ত্র উদ্ধারের সঙ্গে সঙ্গে এবার উদ্ধার হল প্রচুর সংখ্যায় সচিত্র পত্র বা ভোটার আইডি কার্ড। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। গতকাল রাতে এলাকার বাসিন্দারা দেখেন উত্তর কাঁথির বিজেপির বিধায়ক সুমিতা সিনহার বাড়ির পাশে ময়লার ভ্যাটে পড়ে রয়েছে বেশকিছু ভোটার আইডি কার্ড। ওই ভ্যাটে ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যেমন সচিত্র পত্র রয়েছে ঠিক তেমনই অন্য ওয়ার্ডেরও বাসিন্দাদের ভোটার আইডি কার্ড পাওয়া যায়। পথ চলতি মানুষ দেখতে পেয়ে স্থানীয় কাউন্সিলরকে খবর দেন। কাউন্সিলরের প্রতিনিধিরা এসে কার্ডগুলো নিয়ে নেন।

এই ভোটার আইডি কার্ড নিয়ে ওই ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে শুরু হয়েছে জোর গুঞ্জন। তাতে দেখা যায় নতুন ও পুরনো দুই রকমের কার্ড রয়েছে। তবে এখন স্থানীয়দের প্রশ্ন, এই কার্ড গুলো আসল না নকল? তবে কারা এই কার্ডগুলো ব্যাবহার করতো? তারা কি কি কাজে লাগাতো? অন্যদিকে দীর্ঘদিন ধরে পৌর পরিষেবা কার্যত তথৈবচ। তার মধ্যে প্রতিনিয়ত পৌরসভার অন্দরেই চলছে জোর “কলহ”। পথ চলতি মানুষ ও ওয়ার্ডবাসী প্রশ্ন তুলছেন, তবে কী কাঁথির পুরভোটে গেরুয়া শিবিরের ছাপ্পা ভোটের প্রস্তুতি? না বিরোধীদের অন্য চক্রান্ত? কে জানে?

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর