ব্যুরো নিউজ, ১ নভেম্বর: ময়দানে বসছে বাজি বাজার
এবছর শহিদ মিনার ময়দানে বাজি বাজারের অনুমতি পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ৩ বছর পর এই অনুমতি পাওয়ায় আশায় বুক বেঁধেছেন বাজি ব্যবসায়ীরা। কিন্তু এদিন শহিদ মিনার ময়দানে দেখা গেল না কোনও বাজির দোকান।
অরুণাচলের গভীর জঙ্গলে অচেনা পাখির দেখা
বড়বাজার ফায়ার ওয়ার্কস ডিলারস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শান্তনু দত্ত জানান, ‘আমাদের স্টলগুলি তৈরি করতে ৩-৪ দিন সময় লাগবে। ৪ নভেম্বর পুলিস-সহ সংশ্লিষ্ট আধিকারিকরা পরিদর্শনে আসবেন। ৬ নভেম্বর অর্থাৎ সোমবার থেকে পুরোদমে বাজি বাজার শুরু হবে।’ এই বছর মোট ৩০টি দোকান থাকবে বাজারে।
এক বাজি ব্যবসায়ী জানান। গত তিন বছর বাজি ব্যবসায়ীদের খুবই করুণ অবস্থা গিয়েছে। এখন সরকার আমাদের প্রতি কিছুটা সদয় হয়েছে। দেখা যাক ঘুরে দাঁড়ানো যায় কি না।
এই বছর বাজি বাজারে সম্পূর্ণ কিউ আর কোড যুক্ত সবুজ বাজিই বিক্রি হবে বলে জানানো হয়েছে ব্যবসায়ী সংগঠনের তরফে। ইভিএম নিউজ