আনাজের

ব্যুরো নিউজ, ১৯ ডিসেম্বর: ভ্রুর যত্নে আনাজের ভূমিকা 

শীতকালে ভ্রুতে খুশকির সমস্যায় ভুগছেন, ও ভুগছেন ভ্রুর লোম ঝড়ে যাওয়ার সমস্যায়, বা আপনার ভ্রুর গভীরতা কম? অনেক ওষুধ ব্যবহার করেছেন। অথচ লাভের লাভ কিছুই হয়নি? তবে আর চিন্তার কোন কারন নেই। বাজার চলতি কোন ওষুধও ব্যবহার করতে হবেনা আপনাকে। সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে নিন আপনার ভ্রুর যত্ন। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি নেবেন সেই যত্ন।

আমাদের রান্নাঘরের একটি আনাজের দ্বারাই আপনার সমস্যার সমস্ত সমাধান আপনি করতে পারবেন খুব সহজে। যেই আনাজের কথাটি বলছি তা হলো পিয়াজ। এই পিয়াজ ছাড়া কোন আমিষ রান্না যেমন কল্পনা করা যায়না, ঠিক তেমনি রুপ চর্চায় এই আনাজের জুড়ি মেলা ভার। তবে ঠিক কোন পদ্ধতিতে এই আনাজ ব্যবহার করলে আপনি উপকার পাবেন রইলো তার টিপস।

গলার কালো দাগ দুর করার ঘরোয়া টোটকা

আপনার ভ্রু যদি খুব পাতলা হয় বা মাঝখান থেকে ঝড়ে যায় তাহলে চিন্তা করবেন না। এই সহজ পদ্ধতিতে আপনার ভ্রু হয়ে উঠবে ঘন ও কালো। সপ্তাহে ৩- ৪ দিন পিয়াজের রস লাগান ভ্রুতে। কয়েক সপ্তাহের মধ্যেই ফল পাবেন হাতে নাতে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর