ইভিএম নিউজ ব্যুরোঃ শীতের ভোরে ফের একবার লেপমুড়ি দিয়ে পাশ ফিরে শুয়েছে মানুষ। আর ঠিক তখনই কেঁপে উঠলো তুরস্কের শিল্পাঞ্চল বলে পরিচিত গাজিয়ানটেপের বিস্তীর্ণ এলাকা। একবার নয়, ১৫ মিনিটের মধ্যে অন্তত দুবার কেঁপে উঠল, প্রায় ১৮ কিলোমিটার জুড়ে থাকা, বিশাল এক জনবসতি। সে দেশের সরকারিসূত্রে জানা গেছে, তুরস্কের গাজিয়ানটেপে সোমবার ভোর ৪ টে নাগাদ প্রথম ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে দেখা গেছে ৭.৯। আর পরে সেই একই রিখটার স্কেলে ধরা পড়া দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭।
শুধু তুরস্ক নয়, অদূরে থাকা প্রতিবেশী দেশ লেবানন, সিরিয়া আর সাইপ্রাসেও প্রচন্ড এই ভূমিকম্পের ভালোরকমের প্রভাব পড়েছে। যদিও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির সঠিক তথ্য বা সংখ্যা অন্তত সরকারিভাবে এখনও জানা যায়নি। তবে বেসরকারি মতে এখনো পর্যন্ত ভয়াবহ এই ভূমিকম্পে মৃত্যুর সংখা ৭০০ এসে দাঁড়িয়েছে।পাশাপাশি ঘনবসতিপূর্ণ ওই শিল্পাঞ্চল এলাকায় থাকা অসংখ্য বহুতল ভূমিকম্পের ধাক্কায় হয় ধসে গিয়েছে, নয়তো বড়রকমের ফাটল নিয়ে যেকোনও সময়ে ধসে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর