ইভিএম নিউজ ব্যুরো, ২১ শে ফেব্রুয়ারিঃ শংকর সেনগুপ্ত আলিপুরদুয়ারঃ “মা” _ যে শব্দটা দিয়ে শুরু হয় প্রত্যেকটা মানুষের জীবন, বাঙালীদের তা উচ্চারণ করতে হয় বাংলা ভাষাতেই।ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে তাই সঙ্ঘবদ্ধ লড়াই চালিয়েছিল একদল বাঙালী।সেই লক্ষ্যই পূরণ করতে শহীদ হতে হয়েছিল রফিক, জব্বার, শফিউর,সালাম,বরকত সহ অনেককেই। বহু মায়ের কোল খালি হওয়ার পরেও শেষ রক্তবিন্দু দিয়ে জয় ছিনিয়ে নিয়ে এসেছিল বাংলার দামাল সন্তানরা।আর সেই দিনটা ছিল ২১ শে ফেব্রুয়ারি।

১৯৯৯ সালে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। তার পর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই দিনটি ভাষা দিবস হিসেবে পালিত হয়। লেখক আবদুল গাফফার চৌধুরী রচনা করেছিলেন…

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি”
‌ আলিপুরদুয়ারের ‘প্রেরণা’ সাংস্কৃতিক গোষ্ঠী শহীদদের উৎসর্গ করে আলপনা লেপন করলেন সেখানকার রাজপথে।মাতৃভাষাকে সামনে রেখে যেমন সুন্দর আলপনা তেমনই সামঞ্জস্য পূর্ণ বাংলাভাষার অক্ষর তুলে ধরলেন তাঁরা। ‘অ’ ‘আ’ ‘ই’ বাংলা অক্ষর সমৃদ্ধ করেছে গোটা রাজপথকে।

ইভিএম নিউজের প্রতিনিধি শংকর সে্নগুপ্ত কথা বলেছিলেন আলিপুরদুয়ারের দীর্ঘদিনের বাসিন্দা তথা চিত্রশিল্পী হিমাংশু সিংহের সাথে। একসময় তিনি থাকতেন বাংলাদেশের বগুড়ায়। বর্তমানে ভাস্কর্য শিল্পের সঙ্গে যুক্ত শিল্পী বলেন, ১৫ বছর ধরে আলিপুরদুয়ারে পালিত হওয়া একুশে ফেব্রুয়ারীর ঠিক আগের দিন অর্থাৎ ২০ শে ফেব্রুয়ারি মাতৃভাষাকে সবার মধ্যে বিলিয়ে দিতেই রাজপথের কালো পিচের রাস্তায় ফুটিয়ে তোলা হয় সাদা অক্ষরের মাতৃভাষা। সঙ্গে অবশ্যই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের বাংলা অক্ষর।

পাশাপাশি আমরা কথা বলেছিলাম সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত আবৃত্তিকার প্রতীক বাবুর সঙ্গেও। তিনি বলেন, “প্রেরণা গোষ্ঠীর সাথে আমি দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছি। মাতৃভাষা দিবসের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। তাই প্রতি বছর দীর্ঘ রাত জেগে বক্সা ফিডার রোডে বসে আল্পনা এঁকে এই ২১ শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উদযাপন করি”।
ছিলেন অন্যান্য বুদ্ধিজীবীরাও।সংগীতশিল্পী ভাস্কর দা ছিলেন প্রেরনা গোষ্ঠীর অভিভাবক হিসেবে। দিচ্ছিলেন ভাষা দিবসের জন্যে শেষ তুলির টান।

সারা বিশ্ব জুড়ে ভাষা দিবস পালনের বহু চিত্র আপনারা দেখেছেন এতদিন। কিন্তু আলিপুরদুয়ারের শিল্পীদের এই ভিন্ন ধরনের উদ্যোগকে সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাভাষা প্রেমীদের কাছে তুলে ধরাই ইভিএম নিউজের প্রধান উদ্দেশ্য।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর