ইভিএম নিউজ ব্যুরোঃ সব জল্পনার অবসান। ফের বলিউডে গাঁটছড়া বাঁধতে চলেছেন দুই তারকা। গতকালই সিধ-কিয়ারার চার হাত এক হল। সম্প্রতি জানা যাচ্ছে, প্রভাসের সঙ্গে তাঁর বান্ধবী কৃতি স্যাননের খুব শীঘ্রই বাগদান পর্ব সারবেন। ভালোবাসার সপ্তাহের মধ্যেই আংটি বদল করবেন তাঁরা।
চিত্রসমালোচক উমর সাধু টুইটারেই এই খবর নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি বলেন, ‘ব্রেকিং নিউজ, কৃতি স্যানন ও প্রভাস আগামী সপ্তাহেই বাগদান সারছেন। তাঁদের রইলো জন্য অনেক অনেক শুভেচ্ছা। তাঁরা বাগদান পর্ব সারবেন মালদ্বীপে’।
তবে এই বিষয়ে কৃতি ও প্রভাসের এর থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু বলিউডে ইতিমধ্যেই তাঁরা জোরকদমে চর্চার শিখরে রয়েছে। প্রভাস ও কৃতি বারবার তাঁদের ভালো বন্ধু হিসাবেই দাবি করেছেন। সম্প্রতি বলিউডের নতুন প্রজেক্ট ‘আদিপুরুষের’ সেটেই তাঁদের প্রথম দেখা এবং সেখান থেকেই প্রেমের শুরু। এবার প্রেমের এই সম্পর্ককে পরিণতি দিতে চলেছেন এই দুই তারকা।