ইভিএম নিউজ ব্যুরো, ২০ মার্চঃ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দু’দিনের জন্য ভারত সফরে এসেছেন। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার,রাজধানী দিল্লীতে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হওয়ার কথা। জি২০ এবং জি৭-এর সভাপতিত্ব করবেন এই দুই নেতা কিশিদা ও নরেন্দ্র মোদী।
রাজনৈতিক মহলের বক্তব্য, কিশিদার এই সফর দু’দেশের জন্যই লাভজনক। উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা তথা নিরাপত্তা, বাণিজ্যিক আদান-প্রদান, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মতো একাধিক বিষয়ে আলোচনায় হতে পারে। এরফলে, ভবিষ্যতে অর্থনৈতিক স্থিতিশীলতার মত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলির ক্ষেত্রে দু’দেশই একত্রিত হয়ে সহজ ভাবে কাজ করতে পারবে।
ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, জাপান ভারতের বন্ধু দেশ এবং আমরা জাপানের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমরা জানি, জাপান আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জাপানে গিয়েছিলেন, তখনও দু-দেশের মধ্যে বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছিল।


















