ভরা মাঘে ধীরে ধীরে বেড়ে চলেছে তাপমাত্রা। কে বলে ‘মাঘের শীত বাঘে খায় ?’ পরিস্থিতি যা এই প্রবচন যেন প্রহসনে পরিণত হয়েছে। খুব ভোরে ছাড়া শীতের ওম গায়ে মেখে গরম চায়ে চুমুক দেওয়ার দিন শেষ। রাস্তা ঘাটে খুব ভোরে বেরোনো মানুষের কাছে শীতবস্ত্র বোঝা হয়ে দাঁড়াচ্ছে। বেলা বাড়তেই রোদের ছবিটা হালকা থাকলেও সেই রোদেরই তাপ অনুভূত হচ্ছে যথেষ্ট। রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজো। কিন্তু বৃহস্পতিবার এমন উষ্ণতার ছোঁয়া থাকবে শহর কলকাতাতে। সকালের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়তেই পরিষ্কার হয়ে যাবে আকাশ। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২০ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি বেশি ।অন্যদিকে সর্বাধিক তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । কলকাতার পাশাপাশি বাকি জেলাগুলোতেও তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী দুইএক দিনে সর্বাধিক তাপমাত্রা ৩০ ডিগ্রি অতিক্রম করতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। ফলে সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার সময় শিক্ষার্থী সহ সকলের দুই এক ফোঁটা ঘামও ঝরতে পারে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর