ইভিএম নিউজ ব্যুরো, ১৪ ফ্রেব্রুয়ারিঃ ভয়াবহ আগুন পর্যটনকেন্দ্র বকখালির সমুদ্র সৈকতের বনাঞ্চলে। বকখালির বিশালক্ষ্মী মন্দির লাগোয়া বনাঞ্চলের কয়েক শো বিঘা এলাকায় এই আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে পুড়ছে বড় বড় ঝাউ ও অন্যান্য গাছ। ক্রমে আগুন ছড়িয়ে পড়ছে গোটা এলাকা জুড়ে।

সোমবার দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন সিভিল ডিফেন্স, বনকর্মী, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।তাঁরা এবং স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ হাত লাগিয়েছিলেন। কিন্তু আশেপাশে কোনও জল না থাকায় সাদা বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর দেওয়া হয়েছে দমকলকে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ইতিমধ্যে কাকদ্বীপ থেকে বকখালির উদ্দেশ্যে রওনা দিয়েছে।

জানা গিয়েছে, সোমবার বিকেল পাঁচটা নাগাদ সমুদ্রতটে কর্মরত সিভিল ডিফেন্সের কর্মীরা প্রথম ধোঁয়া দেখতে পান। এরপর ১৬ জনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। দক্ষিণ ২৪ পরগনার ডিএফও মিলন মণ্ডল বিষয়টি জেনেছেন। তিনি বনকর্মীদের ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর