অরূপ ঘোষ, ১৫ মেঃ বাড়ির ছাদে ঘুমন্ত অবস্থায় খুন হলেন মধ্যবয়সী এক ব্যক্তি। খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ এবং পরিবার পরিজন।ফুলবাড়িতে পানীয় জলের সমস্যা নিয়ে পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্ৰাম জেলার বেলিয়াবেড়া থানা এলাকার মালিঞ্চা গ্রামে।পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম রাধাকৃষ্ণ বালা, বয়স ৪২। জানা গিয়েছে, গরমের জন্য রাধাকৃষ্ণ বালা গত কয়েকদিন ধরেই বাড়ির ছাদে ঘুমোচ্ছিলেন। রবিবার রাতেও ছাদেই ঘুমিয়ে ছিলেন। সোমবার সকালে ঘুম থেকে উঠে নিচে নামতে দেরি হওয়ায় ঘুম ভাঙ্গাতে যান রাধাকৃষ্ণ বাবুর স্ত্রী। কিন্তু উপরে উঠেই চমকে যান রাধাকৃষ্ণ বালার স্ত্রী। বাড়ির কর্তাকে নৃশ্ংস ভাবে খুন করা হয়েছে। ভয়ংকর ঐ দৃশ্য দেখে চেঁচামেচি শুরু করে দেন মহিলা। বাড়ির অন্যান্য লোকজন এবং প্রতিবেশিরা এসে দেখেন বাড়ির ছাদের উপরে মুখ থেতলানো অবস্থায় রয়েছে রাধাকৃষ্ণ বালার মৃতদেহ। সঙ্গে সঙ্গে বেলিয়াবেড়া থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, গভীর রাতে পাশের বাড়ি থেকে মই লাগিয়ে রাধাকৃষ্ণ বালার বাড়ির ছাদে উঠে খুন করা হয়েছে। তবে নিতান্তই শান্ত একটি এলাকা বলে পরিচিত মালিঞ্চা গ্রামে রাতের অন্ধকারে এহেন খুনের ঘটনায় বাড়ছে আতঙ্ক। তবে খুনের কারণ এবং দোষীদের গ্রেফতারের জন্য ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে বেলিয়াবেড়া থানার পুলিশ। তবে এর পেছনে কোন জমিসংক্রান্ত বা ব্যাবসায়িক শত্রুতা,পুরোনো কোন শত্রুতা রয়েছে কি তদন্ত শুরু করেছে বেলিয়াবেড়া থানার পুলিশ।(EVM News)টাকা চেয়ে হয়রান করছে পুলিশ, ক্ষোভ ডাম্পার চালকদের

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর