ব্যুরো নিউজ ১৯ মে : বিজেপি নেতা সৈয়দ শাহনওয়াজ হুসেন রবিবার বলেছেন, মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের নেতৃত্বে বিহারে জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) বেশ শক্তিশালী এবং আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে জোট ২০০টির বেশি আসনে জয়ী হতে প্রস্তুত।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরসিপি সিং তাঁর রাজনৈতিক দল, আপ সবকি আওয়াজ, প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন জন সুরজ পার্টির সঙ্গে মিশে যাওয়ার পর হুসেনের এই মন্তব্য এসেছে।

তিনি বলেন, “নিতীশ কুমারের নেতৃত্বে বিহারে এনডিএ শক্তিশালী। যে কেউ কারও সঙ্গে হাত মেলালেও তাতে কোনো পার্থক্য হবে না।”

বিজেপি নেতা আরও বলেন, “আমরা নিতীশ কুমারের নেতৃত্বে লড়ব এবং বিহারে ২০০টির বেশি আসনে জিতব। আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছি।”

এদিকে, প্রশান্ত কিশোর, প্রাক্তন আমলা-রাজনীতিবিদ সিংকে “বড় ভাই” এবং বিহারের রাজনৈতিক ও সামাজিক কাঠামো সম্পর্কে গভীর ধারণা সম্পন্ন অভিজ্ঞ নেতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “আরসিপি সিং আমার বড় ভাইয়ের মতো এবং বিহারের সমাজ ও রাজনীতি বোঝেন এমন সেরা ব্যক্তিদের মধ্যে একজন।”

এক সাংবাদিক সম্মেলনে কিশোর বলেন, “বিহার একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং স্বচ্ছ শাসন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ একটি নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজন। বিহার শিক্ষা, চাকরি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কথা বলে এমন একটি বিকল্পের যোগ্য, শুধু জাতি এবং চুক্তি নয়।”

বিহার বিধানসভা নির্বাচন এই বছরের অক্টোবর ও নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে বিজেপি, জেডি(ইউ) এবং এলজেপি-র সমন্বয়ে গঠিত এনডিএ দ্বিতীয়বারের মতো ক্ষমতা দখল করতে আগ্রহী, অন্যদিকে, ইন্ডিয়া জোট ক্ষমতাসীন নিতীশ কুমারকে সরাতে প্রস্তুতি নেবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর