চিকিৎসা বিভ্রাটের শিকার হলেন ‘লজ্জার’ লেখিকা তসলিমা নাসরিন। তিক্ত অভিজ্ঞতার জন্য টুইটারে ক্ষোভে ফেটে পড়লেন লেখিকা। সম্প্রতি দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তসলিমা নাসরিনের অস্ত্রোপচার হয়। সেখানে তাঁর অঙ্গহানী করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেন। তিক্ততা এতটাই চরমে পৌঁছেছিল যে ,তিনি নিজেকেই ধিক্কার জানিয়েছেন। তাঁর গোটা জীবনে চিকিৎসা অভিজ্ঞতা আর নিজস্ব জ্ঞানকে রীতিমতো ধিক্কার জানিয়েছেন লেখিকা তসলিমা নাসরিন। তাঁর অভিযোগ , ফিমারের সামান্য চিড়ের চিকিৎসা করতে গিয়ে চরম বিপত্তির মুখে পড়েছেন তিনি। তাঁর আরও অভিযোগ ‘ফিক্সেশান ট্রিটমেন্ট’ না করে তাঁর হিপ রিপ্লেসমেন্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল হাসপাতাল কর্তৃপক্ষ । তিনি বাধা দেওয়া সত্ত্বেও এই অস্ত্রোপচার করতে চিকিৎসকরা বাধ্য করেছেন তাঁকে। ফলে তিনি মনে করছেন , তাঁকে কার্যত পঙ্গু করে দেওয়া হয়েছে। তাই এমন অমানবিক কাণ্ডের জন্য তিনি হাসপাতালের বিছানায় শুয়েই একের পর এক ধিক্কারজনক পোস্ট করে চলেছেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর