ব্যুরো নিউজ, ১৩ অক্টোবর: বিমানে সময় লাগে মাত্র ৫৩ সেকেন্ড! জানেন বিশ্বের ক্ষুদ্রতম বিমান র্যুট কোনটি?
এতো দিনতো বিশ্বের বহু ক্ষুদ্রতম, বৃহত্তম জিনিস বা মানুষের নাম শুনেছেন। তবে জানেন কি পৃথিবীর সব থেকে কম সময়ের বিমান যাত্রা কোনটি? কোন সেই র্যুট যে রুটে বিমানটির পৌঁছতে সময় লাগে মাত্র ৫৩ সেকেন্ড? ইজরায়েল থেকে ভারতীয়দের ফেরাতে চালু হল ‘অপারেশান অজয়’আমরা অনেকি বিমানে যাতায়াত করেছি, এদেশে কিংবা বিদেশে। দীর্ঘতম ফ্লাইটের কথাও শুনেছি। তবে পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত বিমান যাত্রা মাত্র ৫৩ সেকেন্ডের, অর্থাৎ ১ মিনিটেরও কম। এই কথাটি শুনলে অবাক তো হতেই হয়।
এই বিশেষ বিমানটি স্কটল্যান্ডের দুটি দ্বীপের মধ্যে চলাচল করে। ওয়েস্ট্রে ও পাপা ওয়েস্ট্রে দ্বীপের মধ্যে এই বিমান যাত্রায় সময় লাগে মাত্র ৫৩ সেকেন্ড। প্রায় ৫০ বছর ধরে লোগান এয়ার নামে একটি কোম্পানি এই রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে। এই দুই দ্বীপের মধ্যে এক মাত্র সংযোগ স্থাপনের পথ হল বিমান। এই দুই দ্বীপের মধ্যে সংযোগ স্থাপনের আর কোনও উপায় নেই। সমুদ্রপথ পাথুরে থাকায় নৌকা, বা বোট চলাচলের অনুপযোগী। দ্বীপ দুটির মধ্যে নেই সেতুও। ইভিএম নিউজ