দণ্ডীর প্রতিবাদে পথে নামলো বিজেপি

ইভিএম নিউজ ব্যুরো, ১২ এপ্রিলঃ দিন কয়েক আগেই কয়েকজন আদিবাসী মহিলাকে দল ছাড়ার শাস্তি দিয়েছিল তৃণমূল। চারজন আদিবাসী মহিলা তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে, কিন্তু তার পরের দিন সন্ধ্যেয় তাদের মধ্যে তিনজন রাস্তায় রীতিমতো দন্ডি কেটে তৃণমূল অফিসে এসে ফের তৃণমূলে যোগ দেন। বোঝাই যাচ্ছে, তাদের দণ্ডী কাটার মত শাস্তি দেওয়া হয়েছিল। আদিবাসী মহিলাদের এইভাবে অপমান করায় ক্ষুব্ধ হয়ে ওঠে আদিবাসী সমাজ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন বিরোধীরাও। এবার ওই ঘটনার প্রতিবাদে পথে নামল বিজেপি। বেহালায় এদিন তারা এক প্রতিবাদ মিছিল করলেন। পর্ণশ্রী থানা ঘেরাও করে স্লোগানও দিলেন। থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের কাছে এ ব্যাপারে একটি ডেপুটেশনও জমা দিয়েছেন বেহালার বিজেপি কর্মীরা।

উল্লেখ্য, গত ৬ই এপ্রিল দক্ষিণ দিনাজপুরের তপন থানার গোফানগর গ্রাম পঞ্চায়েতের  বাদ সনকইর এলাকার প্রায় ২০০ জন মহিলা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তৃণমূলের দাবি এদের মধ্যে চারজন তৃণমূলে ফিরতে চেয়েছিলেন। এর পরের দিনই অর্থাৎ ৭ই এপ্রিল সন্ধ্যাবেলায় দেখা যায় তাদের মধ্যে তিনজন বালুরঘাট শহরের কোর্ট মোড় থেকে দণ্ডী কাটতে কাটতে তৃণমূলের জেলা কার্যালয়ে  এসে ফের তৃণমূলে যোগ দেন। আর দন্ডি কেটে তৃণমূল কার্যালয়ে আসার পর তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলের দক্ষিণ দিনাজপুর জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী।

 

এই ঘটনায় আদিবাসী সমাজ অপমানিত বোধ করে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বিষয়টি নিয়ে মহিলা কমিশনের ব্যবস্থা হবেন বলেও জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও ঘটনার তীব্র নিন্দা করেন এমনকি আদিবাসী সমাজের প্রতিনিধি বীরবাহা হাঁসদা, যিনি তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের মন্ত্রীও বটে, তিনিও এই ঘটনার তীব্র নিন্দা করেন।

আসলে পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে রাজ্য রাজনীতিতে ততই বেশি ডামাডোল। দলবদলের একাধিক ঘটনা সামনে আসছে।,আর সেই সঙ্গেই দেখা যাচ্ছে অসহিষ্ণুতার রাজনীতির বাড়বাড়ন্ত। বালুরঘাটের এই ঘটনা অসহিষ্ণুতার সেই অগণতান্ত্রিক বাতাবরণকেই আবার সামনে এনে দিয়েছে। আর পঞ্চায়েত ভোটের আবহে বিরোধীদল এরকম একটি হাতে গরম ইসুকে হাতছাড়া করতে নারাজ। তাই তারাও সোচ্চার হয়েছেন। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর