ইভিএম নিউজ, ২৭ মার্চঃ একসময় তৃণমূলে ছিলেন। ২০২১ -এ নির্বাচন সংক্রান্ত কিছু মতবিরোধের জেরে দল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু বিজেপিতে গিয়ে দেখলেন, প্রাপ্য সম্মান, মর্যাদা কিছুই জুটছে না। তাই সদলবলে আবার ঘরের ছেলে ঘরেই ফিরলেন। আলিপুরদুয়ারের কাল চিনিতে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে এলেন প্রায় জনা কুড়ি কর্মী সমর্থক।
গেরুয়া শিবির ত্যাগ করে যে দলটি তৃণমূলে ফিরলেন, তারা কিন্তু ভালো সংগঠক বলেই পরিচিত। তাদের নেতা সন্দীপ এক্কা বিজেপির মন্ডল সভাপতিও ছিলেন। তাদের বক্তব্য, তারা দল ছেড়ে আসার পরে কালচিনি এলাকায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভালো ফল করতে পারবে না।
কালচিনির তৃণমূল নেতাদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল পরিচালিত সরকার আলিপুরদুয়ার জেলার জন্য যেভাবে কাজ করেছেন, তা করতে ব্যর্থ এলাকার বিজেপি বিধায়ক বা সাংসদরা।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব আরও মনে করেছেন, এই কর্মী সমর্থকরা দলে ফিরে আসায় কালচিনি এলাকায় তাদের সংগঠনের শক্তিবৃদ্ধি হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন দুর্নীতির অভিযোগের ঠেলায় জেরবার ঘাসফুল শিবির, সেই সময় বিজেপি ছেড়ে পুরনো কর্মীরা আবার দলে ফিরে আসছে – এই খবর অবশ্যই স্বস্তি দেবে তৃণমূল হাইকম্যান্ডকে।