জেটে

ব্যুরো নিউজ, ২২ জানুয়ারি: বাজেটে ১০০ দিনের কাজে কী নতুন চমক আনতে চলেছে কেন্দ্রীয় সরকার?

সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে মাথায় রেখেই, এবারের বাজেটে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে ৯০ হাজার কোটি টাকা ব্যয় বরাদ্দ করতে পারে কেন্দ্রীয় সরকার বলে মনে করা হচ্ছে, যা গত অর্থবর্ষের তুলনায় ৫০ শতাংশ বেশি। সেক্ষেত্রে বিজেপির গ্রামীণ ভোট পাওয়ার রাস্তা একপ্রকার পরিষ্কার বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত।

দীর্ঘ অপেক্ষার অবসান | অযোধ্যায় সম্পন্ন রামলালার প্রাণ প্রতিষ্ঠা

সূত্রের খবর, গত পাঁচ বছরে একাধিক রাজ্যের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, ভুয়ো জব কার্ড, কাটমানি সহ বহু দুর্নীতির অভিযোগে গত কয়েক মাস ধরেই পশ্চিমবঙ্গ সরকারকে এই খাতে টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র। মোদী সরকারের দাবি, মনরেগা প্রকল্পে খরচের প্রায় ৩০ শতাংশ অপচয় হয়েছে। এক্ষেত্রে ১০০ দিনের কাজের শ্রমিকদের টাকা দেওয়ার ক্ষেত্রে মনরেগার জব কার্ডের সঙ্গে শ্রমিকদের আধার কার্ড লিঙ্ক করতে বলা হয়েছে কেন্দ্রের তরফে। মনে করা হচ্ছে, এতে ১০ শতাংশ মজুরির অপচয় কমে গিয়েছে।

গতবছর মার্চ মাসে ১০০ দিনের কাজের প্রকল্পে অনেক রাজ্যেই এক ব্যক্তির নামে একাধিক জব কার্ড বা অস্তিত্বহীন শ্রমিকের নামে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আধার সংযুক্তিকরণের ফলে তা অনেকটাই নিয়ন্ত্রণ করা গিয়েছে। গত বছর মোদী সরকার এই প্রকল্পের জন্য ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করলে, আরো বরাদ্দ বৃদ্ধির দাবিতে সুর চড়াতে শুরু করে বিরোধীরা। তখন কেন্দ্রের এক পদস্থ কর্তা বলেন, সরকার গ্রামাঞ্চলে বেকারত্ব দূর করতে বদ্ধপরিকর, সেক্ষেত্রে মনরেগাতে ব্যয় বরাদ্দ বৃদ্ধি পেলে কাজ পাওয়ার পরিমাণ বাড়বে ফলে লাভবান হবে আর্থিক দিক থেকেই পিছিয়ে পড়া পরিবারগুলি। সরকার এই সমস্ত বিষয় গুরুত্ব দিয়ে ভাবছে। এবারের বিরোধীদের সেই দাবিকে মান্যতা দিয়ে মনরেগার বরাদ্দ বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, গত বছর মনরেগাতে কম টাকা ব্যয় বরাদ্দ করার সময় প্রয়োজন অনুসারে অর্থের পরিমাণ বাড়ানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র। ২০২৩ সালের অক্টোবর মাসে বরাদ্দকৃত যাবতীয় অর্থ খরচ হয়ে যায়। এর পর ডিসেম্বরে সরকার আরও অতিরিক্তি ১৬ হাজার ১৪৩ কোটি টাকা বরাদ্দ করে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন বাজেটে যা আরও ১২ হাজার কোটি টাকা বাড়ানো হবে বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে চলতি অর্থবর্ষে মনরেগা প্রকল্পে সরকারের খরচের পরিমাণ দাঁড়াবে ৮৮ হাজার কোটি টাকা। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর