ইভিএম নিউজ ব্যুরো, ১৮ এপ্রিলঃ বাইকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক বাইক দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভালুকা গামী রাজ্য সড়কে মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সামনে। পুলিশ সূত্রে জানা গেছে,মৃত ব্যক্তির নাম আশুতোষ দাস ওরফে রাজু (৪৯)।বাড়ি মহেন্দ্রপুর গ্রামে। বাইক চালকের নাম সামিম আক্তার ওরফে রিক্কি(১৮),বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার সিমলা গ্রামে।ওই ব্যক্তির অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা।
রাতেই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে বাইক চালক ও ঘাতক বাইকটিকে আটক করে থানায় নিয়ে গেছেন। মৃতের পরিবারের সরাসরি অভিযোগ,মহেন্দ্রপুর গ্রামের বাসিন্দা আনজার আলি পরিকল্পিতভাবে রাজুকে বাইক দুর্ঘটনায় খুন করিয়েছে। অভিযুক্ত যুবক সহ এই ঘটনায় জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবারের লোকেরা।
অপরদিকে বাইক মালিক আনজার আলি জানান,তার বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারেই ভিত্তিহীন। রাজুর সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। কারও উস্কানিতে এই ধরনের অভিযোগ করছেন তার বিরুদ্ধে। এদিন রাতে তার ছেলে লিটন আলী বাইক নিয়ে গ্রামে চায়ের দোকানে চা খেতে যায়।ইতিমধ্যে সিমলা গ্রামের এক বন্ধু তার ছেলের কাছ থেকে বাইকের চাবিটি জোর করে কেড়ে নিয়ে যায়। চাবি নেওয়ার ৫ মিনিট পরেই এই দুর্ঘটনার খবর শুনতে পান। এটা একটি দুর্ঘটনা। কোনো পরিকল্পিত খুন না।
রাজুর পরিবার সূত্রে জানা গিয়েছে, দুই সপ্তাহ আগে রাজু’র এক বোন মারা গেছেন। এদিন রাতে রাজু পাশের বাড়ি বোনের শ্রাদ্ধানুষ্ঠান থেকে রাস্তার একপাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। রিক্কি আলি নামে ওই যুবক বেপরোয়া গতিতে বাইক নিয়ে ছুটে এসে রাজু দাসকে সজোরে ধাক্কা মারেন। রাজু ১০ হাত দূরে ছিটকে পড়ে। স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রাজুকে হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়।অবস্থা আশঙ্কাজনক দেখে ডাক্তারবাবুরা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দেন।মালদা নিয়ে যাওয়ার পথেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে খবর। আরও জানা যায়,মৃত রাজু দাসের চার মেয়ে ও এক ছেলে।ছেলে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন।
স্থানীয় সূত্রে খবর,মহেন্দ্রপুর গ্রামের বেশ কয়েকজন যুবক গ্রামের মধ্যেও বেপরোয়া গতিতে বাইক নিয়ে দাপাদাপি করে ঘুরে বেড়ায়। তাদেরকে বারবার বারণ করা সত্ত্বেও কোনো কর্নপাত করছেন না। তাদের এই বেপরোয়া গতির কারণেই এক ব্যক্তির প্রাণ গেছে বলে দাবি। ওই অভিযুক্ত বাইক চালকের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসীও।
পুলিশ জানিয়েছেন, মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ হলেই বিষয়টি খতিয়ে দেখবেন। (EVM News)