ইভিএম নিউজ, ২৪ ফেব্রুয়ারিঃ বাইক চালকদের জন্য সুখবর দিল কলকাতা পুরসভা। বর্ষার আগেই একদম মোলায়েম রাস্তা তৈরি করে দেওয়া হবে বাইক চালকদের জন্য। রাস্তা সংস্কার নিয়ে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেছিলেন। এবার সেই রাস্তা সংস্কারই করতে চলেছে কলকাতা পুরসভা।
পুরসভা সুত্রের খবর, আগামী ১৫ দিনের মধ্যে সিআইটি রোডের সংস্কারের কাজ শুরু করা হবে। এই পরিকল্পনার প্রথমেই থাকবে সিআইটি রোডের দীর্ঘতর অংশ। অর্থাৎ ফুলবাগান থেকে উলটোডাঙা পর্যন্ত রাস্তা মেরামত করা হবে। তারপরেই দক্ষিণ কলকাতার রাস্তাগুলি একে একে সংস্কার করা হবে। দক্ষিণ কলকাতার মধ্যে রয়েছে এসপি মুখার্জি রোড, আলিপুর রোড, আশুতোষ মুখার্জি রোড, হাজরা রোড। এপিসি রায় রোডের কাজ শেষ হলেই সিআইটি রোডের কাজে শুরু করা হবে।
কলকাতা পুরসভার এক আধিকারিক বলেন, বেহাল রাস্তা নিয়ে বাইক চালকরা প্রায়ই অভিযোগ জানাতেন। অনেক রাস্তাই তাড়াতাড়ি ঠিক করতে গিয়ে রাস্তার যে মসৃণতা সেটাই হারিয়ে গিয়েছে। আবার কিছু জায়গায় জলের পাইপলাইনের কাজের জন্যও রাস্তা নষ্ট হয়েছে। ফলে, রাস্তা অনেক উঁচু নিচু রয়েছে। কোথাও কোথাও আবার ছোটো ছোটো গর্ত ও রয়েছে। তাই এইবার বর্ষা আসার আগেই প্রায় ৪৮টি রাস্তা মেরামতি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বাইক চালকদের ভোগান্তিও অনেক কম হবে বলে মনে করা হচ্ছে।