মাটি

ব্যুরো নিউজ, ৫ ডিসেম্বর: ‘বাংলার মাটি বাংলার জল’ গাইলে উঠে দাঁড়াতে হবে : মমতা

পশ্চিমবঙ্গের জন্য রাজ্য সঙ্গীত নির্দিষ্ট করার প্রস্তাব আগেই পাশ হয়েছিল বিধানসভায়। এবার রীতি শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফের আটকে পড়ল শ্রমিকরা | উদ্ধারকাজে বুলডোজার

সোমবার বিধানসভায় মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন স্পিকার-সহ দলের বিধায়কেরা। অনুষ্ঠান শেষে সবাইকে একসঙ্গে ‘বাংলার মাটি বাংলার জল’ গাইতে বলেন মমতা। গানের সময় সবাইকে উঠে দাঁড়াতে বলেন তিনি। এরপর জানান, এই মঞ্চ থেকেই শুরু হল রীতি। এরপর সব সরকারি অনুষ্ঠানেই এই গান গাওয়া হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

চলতি বছর ৭ সেপ্টেম্বর বিধানসভায় রাজ্য সঙ্গীত সংক্রান্ত বিল পাশ হয়। বাংলার রাজ্য সঙ্গীত হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘বাংলার মাটি, বাংলার জল।’ রাজ্য সঙ্গীত হিসাবে ৪ ডিসেম্বর বিধানসভায় সেই গান প্রথম গাওয়া হয় । এরপরই মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে এই গানের সময় উঠে দাঁড়াতে হবে।

ছত্তীসগঢ়, গুজরাট, কর্নাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পুদুচেরির মতো রাজ্যগুলির নিজস্ব রাজ্য সঙ্গীত রয়েছে, তবে পশ্চিমবঙ্গের কোনও আলাদা রাজ্য সঙ্গীত ছিল না। এবার পশ্চিমবঙ্গের জন্য রাজ্য সঙ্গীত স্বীকৃতি পেল। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর