অরূপ পাল, ২১ ফেব্রুয়ারিঃ বড় ম্যাচের আগে জয় ইমামী ইস্টবেঙ্গল ক্লাবের। তাও আবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফ সি র বিরুদ্ধে। অ্যাওয়ে ম্যাচে মুম্বাই এফ সি র বিরুদ্ধে জয় বড় ম্যাচের আগে স্বস্তি দিয়েছে লাল হলুদ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে। ফুটবলার দের পারফরম্যান্সে খুশি লাল হলুদ কোচ। তবে মুম্বাই ম্যাচ ভুলে এখন তাঁর পাখির চোখ শনিবারের বড় ম্যাচ। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে জয় পেলে আই এস এল টুর্নামেন্টে ইস্টবেঙ্গল ক্লাবের পারফরম্যান্স নিয়ে কেউ আর মাথা ঘামাবে না। এমনকি আগামী মরসুমে স্টিফেন কনস্ট্যানটাইনের কোচ হিসেবে থেকে যাওয়ার দাবিটা জোরালো হবে। মুম্বাই থেকে ফেরার পর মঙ্গলবার ফুটবলারদের বিশ্রাম দেওয়া হয়েছে। বুধবার থেকে বড় ম্যাচের প্রস্তুতিতে নামবে ইমামী ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলাররা। আই এস এল টুর্নামেন্টে এখনও পর্যন্ত পাঁচ বার মোহনবাগানের মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল। জয় তো দূরের কথা, ড্র পর্যন্ত করতে পারেনি লেসলি ক্লডিয়াস সরণিতে অবস্থিত ক্লাব টি। এবার সেই কাঙ্খিত জয়ের অপেক্ষায় শতবর্ষ পেরিয়ে যাওয়া ইস্টবেঙ্গল।
