বঙ্গে সামান্য কমলো তাপমাত্রা। গঙ্গাসাগর পর্যন্ত বহাল থাকবে শীতের আমেজ। দিনের বেলায় তাপমাত্রা বাড়লেও ,রাতেরদিকে তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির বেশি বৃদ্ধি পাবে না । মঙ্গলবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে শীত বহাল থাকবে। সকালের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই আকাশ পরিষ্কার থাকবে বলে জানা গিয়েছে। দার্জিলিং ,কালিংপং সহ কোচবিহার ,মালদহ অঞ্চলে কুয়াশার দাপট থাকবে বলেও জানিয়ে হাওয়া অফিস।