সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেরাই রাস্তা তৈরীর কাজে নামলেন ফোস্কারডাঙ্গা এলাকার গ্রামবাসীরা

ইভিএম নিউজ ব্যুরো, ১৬ এপ্রিলঃ পাচ্ছেনা  কোনও সরকারি সহায়তা। আর তার জেরেই আটকে পড়েছে গ্রামের রাস্তা তৈরির কাজ। তাই বাংলা বছরের প্রথম দিনেই আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের ফোস্কারডাঙ্গা এলাকায় নিজেরাই কোদাল-বেলচা হাতে রাস্তা তৈরীর কাজ শুরু করলেন গ্রামবাসীরা। গত বছর পাঁচেক আগে পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে ফোস্কারডাঙ্গা থেকে চাপাতলী গামী তিন কিলোমিটার নতুন রাস্তার শিলান্যাস করা হয় প্রশাসনের তরফে। শাসকদলের নেতৃত্বরা ওই রাস্তার  শিলান্যাস করেন এমনকি সরকারি বোর্ডও লাগানো হয়। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেও ওই রাস্তা আর পাকা হতে দেখতে পারেননি গ্রামের বাসিন্দারা।

আসন্ন পঞ্চায়েত নির্বাচন। সম্প্রতি আলিপুরদুয়ার জেলায় ১৩৩টি রাস্তা  শিলান্যাস  করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।  অভিযোগ, এরপরেও ওই রাস্তা তৈরীর উদ্যোগ নেয়নি প্রশাসন।  তাই অবশেষে প্রশাসনের উদ্যোগের অপেক্ষায় না থেকে  গত ১৫ এপ্রিল অর্থাৎ নববর্ষের দিন এলাকার গ্রামবাসীদের  উদ্যোগে রাস্তার  কাজ শুরু করল এলাকার গ্রামবাসীরা। এদিন এলাকার গ্রামবাসীরা শাসক দলের বিরুদ্ধে ওই তিন কিলোমিটার রাস্তার টাকা নয় ছয়ের অভিযোগও তুলেন গ্রামবাসীরা। এবং তাদের অভিযোগ বঞ্চুকাকুমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান পায়েল ঘোষ কিছুই জানেন না পায়েল ঘোষ । এই প্রসঙ্গে পায়েল ঘোষ জানান , বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব পাওয়ার অনেক আগে ওই রাস্তার শিলান্যাস হওয়ায় তিনি এই বিষয়ে কিছু জানেন না। এলাকার গ্রামবাসীরা  কোনও এই বিষয়ে অভিযোগ করেছেন  তিনি এই বিষয়ে পর্যবেক্ষণ করব এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর