ঋত্বিকের জন্মদিনের সকাল থেকেই সরগরম টিন্সেল টাউন । নানা জায়গা থেকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন অনুরাগীরা। তারই মাঝে অভিনেতাকে আদুরে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন প্রেমিকা সাবা আজাদও। ১০ জানুয়ারিতে ৪৯-এ পা দিলেন বলি দুনিয়ার ‘হট্‌ ক্রাশ’ ঋত্বিক রোশন। বলি দুনিয়ায় দুই দশকের বেশি সময় ধরে ঋত্বিক মনোরঞ্জন করছেন তাঁর অগণিত দর্শকদের। তাঁর নাচের দুরন্ত ক্যারিশ্মা ,পর্দায় ফ্ল্যাম্বয়েন্ট উপস্থিতি , আর অভিনয় কৌশল বলিউডকে সমৃদ্ধ করে চলেছে। ২০০০ সালে তাঁর বাবার পরিচালিত ‘কহো না পেয়ার হ্যায়’ দিয়ে বলিউডে অভিষেক হয় ঋত্বিকের। এরপর দুরন্ত গতিতে ছুটতে থাকে তাঁর ফিল্মি দুনিয়ার সফর। সময়ের সঙ্গে সঙ্গে অনেক চড়াই-উতরাই পার করে, বলিউডে নিজের পায়ের তোলার মাটি শক্ত করেন অভিনেতা। যেকোনো ছবিতেই ঋত্বিক সাবলীল। তাই দর্শকদের সামনে বিভিন্ন চরিত্রে ধরা দিয়েছেন “রো।”

তাই জন্মদিনের সকাল থেকেই পঞ্চাশ এর দোরগোড়ায় পৌঁছানো অভিনেতার সোশ্যাল অ্যাকাউন্ট জুড়ে ঘুরছে নানা শুভেচ্ছা বার্তা। তাঁর মধ্যেই আকর্ষণের বিষয় প্রেমিকা সাবা আজাদের আদরমাখানো পোস্ট। ৪৯-এ পা দিলেন প্রেমিক ঋত্বিক রোশন। আর সেই আনন্দে উদ্বেল সাবা। সম্প্রতি, এই জুটির বিয়ে এখন ‘হট কেক’ বলিপাড়ায়। ঋত্বিক সাবার স্পেশাল মুহূর্তের ছবি পোস্ট করেছেন প্রেমিকা সাবা। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই দিনটা “রো” ডে। তোমার জীবনের দুরন্ত উড়ানটা সাধারণের কাছে অবিশ্বাস্য।

প্রসঙ্গত, ঋত্বিক সাবা বরাবরই তাঁদের সম্পর্ক নিয়ে খোলামেলা। সাবাকে বাড়ির বউ করার ইচ্ছা রো-য়ের রয়েছে। এই মুহূর্তে বেশ কিছু কাজ রয়েছে তাঁদের হাতে। তবে বছর শেষেই গোটা পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হতে পারে বলে জানা যাচ্ছে,খবর সুত্রের।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর