ইভিএম নিউজ ব্যুরো, ১ জুলাইঃ(Latest News) আবারও বাড়বে তাপমাত্রা। সঙ্গে প্যাচপ্যাচে ঘাম ও অস্বস্তি। রীতিমতো ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসীকে। প্রায় মাস তিনেক সময় ধরে প্রবল গরমে হাঁসফাঁস করার পরে নিম্নচাপের কারণে কয়েক দিন টানা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গে। ফলে প্রায় গোটা সপ্তাহ জুড়েই তাপমাত্রা বেশ খানিকটা কম ছিল রাজ্যে। তবে এবার ইতি টানল এই বৃষ্টি।
শুক্রবার বিকেলে শহরে সামান্য বৃষ্টিপাত হলেও ছিল ভ্যাপসা গরমও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবারও বিশেষ হাওয়া বদলের কোনও সম্ভাবনা নেই। এদিন সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। তবে কলকাতার কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৭৭ শতাংশ।
পাশাপাশি আগামী ২৪ ঘণ্টা গোটা রাজ্যেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, মালদা, বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদাতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই বৃষ্টির সঙ্গে রোদের খেলাও চলতে থাকবে আগামী কয়েকদিন। এবং রাজ্যের তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি।(Evm News)