ইভিএম নিউজ ব্যুরো, ১৭ এপ্রিলঃ ৬ হাজার ৫শো ৭৯ কোটি টাকা। আম্বানি, আদানি বা ইলন মাস্ক, মার্ক জুকেরবার্গের সম্পত্তির খতিয়ান নয়। একটি ফুটবল ক্লাবের শুধুমাত্র গত অর্থ বর্ষ অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষের লাভের অংকের হিসেব। অবশ্যই সে ক্লাবটা মোহনবাগান- ইস্টবেঙ্গল নয়। আই এস এল এর অন্য কোন ক্লাবও নয়। ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার সিটি (Manchester City F.C.)। এবং বিশ্বের সমস্ত ফুটবল ক্লাবের মধ্যে সবচেয়ে বেশি মুনাফা করেছে এই ক্লাবে দুই তিন চার এবং পাঁচ নম্বরে আছে যথাক্রমে রিয়াল মাদ্রিদ লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেড (Madrid Liverpool Manchester United) এবং পিএসজি অর্থাৎ প্যারিস সাঁ জাঁ।

দেলোয়েট ফুটবল মানি লীগ নামক একটি সংস্থা প্রতিবছর বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবগুলোর রেংকিং তৈরি করে গত ২৬ বছর ধরে এই কাজই তারা করে আসছে। এ বছর দেখা যাচ্ছে সবচেয়ে বেশি মুনাফা করেছে এমন প্রথম কুড়িটি ক্লাবের তালিকায় রয়েছে ইপিএলের বেশ কয়েকটি ক্লাব । প্রথম দশের মধ্যেই রয়েছে ইপিএলের আরো তিনটি ক্লাব – চেলসি টটেনহ্যাম হটস্পার এবং আর্সেনাল। আর ম্যানচেস্টার সিটি এই নিয়ে টানা দ্বিতীয়বার তালিকার শীর্ষে উল্লেখ্য এই ম্যানসিটির সঙ্গেই গাঁটছড়া বাঁধা রয়েছে আইএসএল এর ক্লাব মুম্বাই সিটি এফসি-র (Mumbai City FC).

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর