রাজ্যের শাসকদলের পথ অবরোধের বিরোধিতায় করেন শাসকদলের আর এক নেতা। গতকাল এনামূল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনের নেতৃত্বের মোটরসাইকেল ধর পাকর করেছিল ট্রাফিক পুলিশ।সেই বিষয়ে বিরোধিতায় করে পথ অবরোধ চালায় শাসকদলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা, প্রায় দুই ঘন্টা পথ অবরোধ করে বিপাকে ফেলেন সাধারণ মানুষকে। জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে আসা রোগী ও রোগীর পরিজনেরা এক বিরাট সমস্যায় পড়েন। গতকাল রাতে সেই পথ অবরোধের বিরোধিতা করলেন মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শফিকুল আলম report-sankalpa
