ইভিএম নিউজ ব্যুরো, ২৭ ফেব্রুয়ারিঃ ফেব্রুয়ারি শেষ হতে না হতেই গরমে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। কিন্তু এদিকে উত্তরবঙ্গের সান্দাকফু- দার্জিলিং সিকিম ঢাকল তুষারপাতে। ফলে অচমকাই এই তুষার পতন হাতে চাঁদ পাওয়ার ঘটনা সকল পর্যটকদের কাছে। বিগত ১৬ বছর পর আবারও বরফে ঢাকল গোটা সান্দাকফু।
বসন্তের শুরুতে ভারী তুষারপাতে ঢাকল উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা। শুধু সান্দাকফুতে নয়, রবিবার রাত থেকে বরফের চাদরে মুড়ি দিয়েছে উত্তর সিকিমের ইয়ুমথাং ভ্যালি থেকে শুরু করে লাচুং, জিরো পয়েন্ট, গুরুদংমার লেকের মতো বেশকিছু উঁচু পাহাড়ি পর্যটনকেন্দ্রগুলিতে। রাস্তা বরফের পুরু চাদরে ঢাকা পরে যাওয়ায় বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা । আর মরশুমের এই প্রথম এই সান্দাকফুতে তুষারপাত হওয়ায় বেজায় খুশি পর্যটকেরা।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, সান্দাকফুতে বরফ পড়লেও দার্জিলিঙে এই মুহূর্তে বরফ পড়ার কোনও সম্ভাবনা নেই। গত ২২ ফেব্রুয়াারিই তুষারপাত হয় সিকিমে। বরফে জমে যায় গুরুদংমার লেক। তাপমাত্রা প্রায় ঢেকে যায় মাইনাস ১০ ডিগ্রিতে। অন্যদিকে অসময়ে বরফ দেখে খুশি দার্জিলিং, সিকিমে ঘুরতে যাওয়া ভ্রমণপিপাসু মানুষেরা। বরং, প্রকৃতির এইরকম সারপ্রাইজ গিফটের আনন্দ পেতে ভ্রমণের প্ল্যান পরিবর্তন করে সান্দাকফুমুখী দার্জিলিঙের পর্যটকেরা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ফেব্রুয়ারি মাস শেষ হলেই রেকর্ড গরম পড়তে চলেছে কলকাতায়। এমনকী, মার্চ মাসের প্রথম সপ্তাহে কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শীতের এই বিদায়বেলায় সকলের মুখে হাসি ফোটাতে আবহাওয়ার এই হঠাৎই পরিবর্তন সকলের চাহিদা মতো কিছুটা সদয় হল বলে মনে করছেন পর্যটকরা।